হারিয়েছিলেন নিজেদের বাড়ি! কৃষক পরিবারের দুই কন্যাই আজ IAS-IPS অফিসার

বাংলাহান্ট ডেস্ক : অধ্যাবসায় ও চেষ্টা থাকলে যে কোনো রকম প্রতিকূলতাকে জয় করে পৌঁছানো যায় সফলতার (Success Story) শীর্ষে। আজ আমরা কৃষক পরিবারের এমন দুই কন্যার গল্প আপনাদের শোনাতে চলেছে যাদের বাড়ি ২০০৪ সালের সুনামিতে তলিয়ে গিয়েছিল খড় কুটোর মতো। পরিবারের দারিদ্রতা, জীবনে চরম অনিশ্চয়তা, কোনো কিছুই অন্তরায় হয়ে দাঁড়াতে পারেনি দুই বোনের সাফল্যে।

দুই বোনের সফলতার (Success Story) গল্প

তামিলনাড়ুর (Tamilnadu) কুড্ডালোর জেলার এক কৃষক পরিবারে জন্ম নেওয়া দুই বোন ইউপিএসসি (Union Public Service Commission) পরীক্ষায় সফলতা অর্জন করে আইপিএস (IPS) ও আইএএস (IAS) হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। ঈশ্বরিয়া রামানাথন এবং তাঁর বোন সুস্মিতা রামানাথন দুজনেই ইউপিএসসির মতো কঠিন পরীক্ষায় চূড়ান্ত সফলতা লাভ করে স্থাপন করেছেন অন্যান্য নজির।

আরোও পড়ুন : ইতিহাস গড়ল TRP টপার মেগার প্রোডাকশন হাউজ! প্রোমোতেই ভাইরাল জলসার ‘ছকভাঙা’ সিরিয়াল

২০২২ সালে ইউপিএসসি পরীক্ষায় বসে সুস্মিতা গোটা ভারতের মধ্যে ৫২৮ তম স্থান অর্জন করে তাক লাগিয়ে দেন। ছয়বারের চেষ্টায় ইউপিএসসি (UPSC) ক্র্যাক করে আইপিএস হিসাবে যোগদান করেন সুস্মিতা। দিদি সুস্মিতার সাফল্যে অনুপ্রাণিত হয়ে সিভিল সার্ভিসেস পরীক্ষায় বসার প্রস্তুতি শুরু করেন ঈশ্বরিয়া রামানাথনও।

আরোও পড়ুন : RG Kar দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে নিয়ে বড় খবর! সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট 

২০১৮ সালে ইউপিএসসি পরীক্ষায় ৬৩০ তম স্থান দখল করে তিনি রেলওয়ে অ্যাকাউন্টস সার্ভিস (RAS)- এর জন্য নির্বাচিত হন। ২০১৯ সালে ফের ইউপিএসসি পরীক্ষায় বসে ঈশ্বরিয়া ৪৪ তম স্থান দখল করেন। এরপর  ২০২০ সালে তামিলনাড়ু ক্যাডারের আইএএস হিসাবে নিযুক্ত করা হয় তাঁকে। বর্তমানে থুথুকুডি জেলায় অতিরিক্ত কালেক্টর (উন্নয়ন) হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ঈশ্বরিয়া।

Success Story of two IPS IAS officer

কৃষক পরিবারের এই দুই কন্যা সন্তান ইউপিএসসি পরীক্ষায় সফলতা অর্জন করে প্রমাণ করে দিয়েছেন প্রতিকূলতা কখনোই সফলতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। পরিশ্রম ও নিষ্ঠা থাকলে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির মধ্যেও লাভ করা যায় সফলতা (Success Story)। বর্তমানে সুস্মিতা ও তাঁর বোন ঈশ্বরিয়া হাজার হাজার কৃষক পরিবারের সন্তানের কাছে অনুপ্রেরণা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর