১৬ বছর বয়সেই হারিয়েছিলেন ৯৫% শ্রবণশক্তি, এভাবে প্রথম চেষ্টায় UPSC টপার হন সৌম্য

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কথায় বলে, ইচ্ছা থাকলে কী না হয়। সৌম্য শর্মা যেন তার জলজ্যান্ত উদাহরণ। বহু মানুষ যখন শুধুমাত্র তাদের ইচ্ছাশক্তির অভাবের জন্য তাদের স্বপ্ন থেকে অনেক দূরে চলে যান, ঠিক তখনই সৌম্য তার কঠোর পরিশ্রম এবং দৃঢ়সংকল্পের মাধ্যমে তার স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। হাজার অসুবিধা কাটিয়ে উঠে তিনি শুধুমাত্র UPSC পরীক্ষায় পাশই করেননি বরং AIR 9 স্থান দখল করেছিলেন।

মঙ্গলবার মহারাষ্ট্রে আইএএস অফিসারদের বদলি করা হয়েছে। এই বদলিতে, সৌম্য শর্মাকে নাগপুর জেলা পরিষদের নতুন সিইও হিসাবে নিয়োগ করা হয়েছে। জানা গিয়েছে, এর আগে সৌম্য শর্মা মহারাষ্ট্রের নান্দেদে সহকারী কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার আইএএস হওয়ার গল্পও রীতিমতো অনুপ্রেরণা দেবে আর পাঁচজন সাধারণ পড়ুয়াকে।

জানা গিয়েছে, আইএএস অফিসার সৌম্য দিল্লির বাসিন্দা। 16 বছর বয়সে তার শ্রবণ ক্ষমতার 90 থেকে 95 শতাংশ হারানো সত্ত্বেও, তিনি UPSC পরীক্ষায় প্রথম প্রচেষ্টাতেই দেশে নবম স্থান অর্জন করেছিলেন। অবশ্য বলা বাহুল্য, ছোটবেলা থেকেই শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও পড়াশোনায় বরাবরই তুখোড় ছিলেন এই আইএএস অফিসার।

Soumya sarma

সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় রয়েছেন 2017 ব্যাচের এই আইএএস অফিসার। ইনস্টাগ্রামে তার 2 লাখের বেশি ফলোয়ার, টুইটারে 18 হাজারের বেশি ফলোয়ার রয়েছে। সৌম্যের মার্কশিটও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে সব পেপারেই সে চমৎকার নম্বর পেয়েছে। তিনি দিল্লির জাতীয় আইন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি মহারাষ্ট্র ক্যাডারে কর্মরত।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X