ছিলনা কোচিং, বাড়িতেই YouTube থেকে চলত প্রস্তুতি! UPSC-তে সফল হয়ে IAS হলেন বন্দনা

বাংলাহান্ট ডেস্ক : ইউপিএসসি পরীক্ষা দিয়ে আইএস আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন অনেকেই দেখে থাকেন। কিন্তু স্বপ্ন সফল (Success Story) হয় হাতেগোনা কয়েকজনের। তবে ইউপিএসসি (Union Public Service Commission) সহ অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার জন্য সবার আগে যেটা করণীয় তা হল কোচিং নেওয়া।

কিভাবে স্বপ্ন সফল (Success Story) হল বন্দনার?

তবে অনেকেই রয়েছেন তারা কিন্তু কোন রকম কোচিং ছাড়াই ইউপিএসসি (UPSC) পরীক্ষায় সফলতা অর্জন করে নিয়েছেন। তেমনি একজন হলেন আইএএস বন্দনা মীনা। কোনরকম কোচিং না নিয়ে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তিনি। বন্দনা মীনা রাজস্থানের সাওয়াই মাধোপুরের বাসিন্দা। কয়েক বছর গ্রামে থাকার পর, তাঁর বাবা-মা দিল্লিতে চলে আসেন।

আরোও পড়ুন : হুড়মুড়িয়ে নামল TRP, জলসার ৫ মাস পুরনো মেগা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে চ্যানেল কর্তৃপক্ষ!

আসলে, তার বাবা পৃথ্বীরাজ মীনা দিল্লি পুলিশে কর্মরত ছিলেন। তাই পরিবারের সঙ্গে বন্দনাও দিল্লিতে আসেন। দিল্লি থেকে শুরু হয় বন্দনার নতুন জীবন। দিল্লির সেন্ট কলম্বাস স্কুল থেকে তার স্কুলজীবন শেষ করেন বন্দনা। এরপর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে গণিতে ডিগ্রি অর্জন করেন।

আরোও পড়ুন : সমস্ত জল্পনার অবসান! হিংসার আগুনে জ্বলতে থাকা মণিপুরে এবার রাষ্ট্রপতি শাসন

স্নাতক শেষ করার পর, UPSC সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি শুরু করেন বন্দনা মীনা। সবচেয়ে বড় কথা হলো, তিনি ইউপিএসসি পরীক্ষা দেওয়ার জন্য কোনরকম কোচিং গ্রহণ করেন নি। শুধুমাত্র বাড়িতে বসে নিজেই পড়াশোনা করতেন বন্দনা। এক সাক্ষাৎকারে বন্দনা জানান, বাড়িতে সরকারি চাকরির পরিবেশ থাকায় সিভিল সার্ভিসে যোগদানের ধারণাটি তার মাথায় আসে।

Success Story of Vandana Meena

এরপরই তিনি প্রস্তুতি নিতে শুরু করেন। তিনি বাড়িতে থাকতেন এবং ইউটিউব থেকে UPSC পরীক্ষার সাথে সম্পর্কিত বিষয়গুলি পড়তেন। পরীক্ষার প্রস্তুতির জন্য বই অর্ডার দিতেন অনলাইনে। অবশেষে বন্দনার কঠোর পরিশ্রম সার্থক হল ২০২১ সালের ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে। অবিশ্বাস্য ভাবে সফল (Success Story) হলেন তিনি।

৩৩০তম র‍্যাঙ্ক অর্জন করে আইএএস-এর (Indian Administrative Service) জন্য নির্বাচিত হন বন্দনা। এর জন্য, বন্দনা প্রতিদিন ১৫ থেকে ১৬ ঘন্টা পড়াশোনা করতেন বলে জানিয়েছেন। অনেক মিডিয়ার সাক্ষাৎকারে ইউপিএসসি পরীক্ষার জন্য কোন শর্টকাট উপায় নেই বলেও জানান তিনি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর