বাংলাহান্ট ডেস্ক : শুধুমাত্র বিনোদন নয়, আজকাল বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির মাধ্যম হয়ে উঠেছে ইউটিউব। ইউটিউব ঘাঁটলেই পাওয়া যায় সাহিত্য থেকে দর্শন, ইতিহাস থেকে গণিত, বিভিন্ন বিষয়ের উপর শিক্ষণীয় ভিডিও। ইদানিংকালে ইউটিউবে অনলাইন মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পড়িয়ে অনেক শিক্ষক-শিক্ষিকা বেশ বিখ্যাত (Success Story) হয়ে উঠেছেন।
হিমাংশি সিংয়ের সফলতার কাহিনী (Success Story)
বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় একজন ইউটিউবার শিক্ষিকা হলেন হিমাংশি সিং (Himanshi Singh)। হিমাংশি সিংয়ের সফলতার কাহিনী (Success Story) চমকে দেবে আপনাকে। এই মুহূর্তে দেশের অন্যতম পরিচিত ও আলোচিত একজন শিক্ষিকা হলেন হিমাংশি সিং। কম বয়সী এই শিক্ষিকার ছাত্র-ছাত্রীর সংখ্যা কিন্তু নেহাত কম নয়।
আরোও পড়ুন : সিভিক সঞ্জয়ের পর এবার সৌরভ! আর জি কর কাণ্ডে বড় নাম সামনে আনল CBI, ফাঁস পরিচয়
হিমাংশি প্রথম জীবনে পড়াশোনা করেন স্টেট বোর্ডে। তারপর তিনি ভর্তি হন দিল্লিতে সিবিএসই বোর্ডের স্কুলে। এরপর দিদির পরামর্শে হিমাংশি পড়াশোনা শুরু করেন ইংরেজিতে। যদিও প্রথমদিকে বেশ বেগ পেতে হয়েছিল হিমাংশিকে। তারপর ধীরে ধীরে সেই সমস্যা কাটিয়ে ওঠেন এই ইউটিউবার শিক্ষিকা। সাফল্যের পথে (Success Story) এগোতে থাকেন। সিটেট পরীক্ষার এক মাস পর হিমাংশি শুট করেছিলেন একটি ভিডিও।
আরোও পড়ুন : টলিপাড়ায় আবার ভাঙনের সুর! যীশু-নীলাঞ্জনার পর ঘর ভাঙছে কাদের?
সেই ভিডিওতে অবশ্য ছিল অজস্র ভুলভ্রান্তি। কিন্তু তারপর থেমে থাকেননি তিনি। নিজের ফোনের সেলফি ক্যামেরার মাধ্যমে শুট করতে থাকেন একের পর এক ভিডিও। ধীরে ধীরে শিখেছেন এডিটিংয়ের বিভিন্ন কৌশল। ২০১৬ সালে হিমাংশি ‘লেটস লার্ন’ নামে নিজের ইউটিউব চ্যানেল (YouTube Channel) খোলেন। সেই চ্যানেলের প্রথম ভিডিওতে তিনি জানিয়েছিলেন কীভাবে কোচিং ছাড়াই সিটেট পাস করা যায় সেই ব্যাপারে।
হিমাংশির সেই ভিডিওটি বেশ পছন্দ হয় দর্শকদের। একটি সাক্ষাৎকারে একবার এই জনপ্রিয় ইউটিউবার শিক্ষিকা জানিয়েছিলেন, ইউটিউবের অ্যাডসেন্স থেকে প্রথমবারের জন্য তিনি রোজগার করেছিলেন ৬২০০ টাকা। সেই সময় এই টাকা তাঁর কাছে ছিল অনেক বড় ব্যাপার। হিমাংশি সিং ১৯৯৭ সালের ১০ সেপ্টেম্বর একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর ছোটবেলা কেটেছে দিল্লির নন্দনাগরীতে।
হিমাংশির বাবা ছিলেন টিজিটি গণিত শিক্ষক ও পরবর্তীকালে তিনি একটি সরকারি স্কুলের সেক্রেটারি হিসাবে কর্মরত ছিলেন। এক দিদি ও এক ভাই রয়েছে হিমাংশির। বর্তমানে ভারতের বৃহত্তম চ্যানেল হয়ে উঠেছে হিমাংশি সিংয়ের ‘লেটস লার্ন’ চ্যানেলটি। এই চ্যানেলে সিটেট, টেট, ডিএসএসএসবি, কেভিএস, এনভিএস ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি করানো হয়ে থাকে। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বর্তমানে হিমাংশি রোজগার করছেন লক্ষ লক্ষ টাকা (Success Story)।