IIT-তে গোল্ড মেডেল, গবেষণা করতে যান বিদেশেও! UPSC-তে বাজিমাত করে IAS হলেন জুফিশান

বাংলাহান্ট ডেস্ক : ২০২৩ সালের ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় পাটনার জুফিশান হক অর্জন করেন ৩৪ তম স্থান। আর বলাই বাহুল্য, জুফিশান হকের এই সাফল্যের কাহিনি (Success Story) যারপরনাই চর্চিত বিষয়। যে সময়ে তিনি ইউপিএসসি পরীক্ষায় বসেন তখন জুফিশান নিযুক্ত ছিলেন ভারতীয় রাজস্ব পরিষেবা (IRS) এর একজন প্রশিক্ষণার্থী অফিসার হিসাবে।

জুফিশান হকের সাফল্যের কাহিনি (Success Story)

তবে জুফিশানের স্বপ্ন ছিল ইউপিএসসি (Union Public Service Commission) ক্র্যাক করে আইএএস (Indian Administrative Service) অফিসার হওয়া। অবশেষে চারবারের চেষ্টায় ইউপিএসসিতে দুর্দান্ত ফল করে নিজের স্বপ্ন পূরণ করেন পাটনার এই মেধাবী ছাত্রী। জুফিশান একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর জন্ম গ্যাংটকে। সেখানেই বড় হয়েছেন তিনি।

Success Story of Zufishan Haque

জুফিশানের বাবা ছিলেন একটি সরকারি স্কুলের শিক্ষক। CBSE বোর্ড থেকে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় জুফিশান গোটা রাজ্যে প্রথম স্থান অধিকার করেন। বি-টেক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে IIT পাটনা থেকে গোল্ড মেডেলসহ M.Tech ডিগ্রি অর্জন করেন তিনি। এরপরই জুফিশানের কাছে আসে জার্মানিতে গবেষণা করার সুযোগ। জার্মানিতে স্কলারশিপ পেয়ে সেখানে প্রায় এক মাস গবেষণা করেন এই কৃতী ছাত্রী। 

আরোও পড়ুন : ব্যবস্থা না নিলেই বিপদ! রাজ্য সরকারকে কড়া হুঁশিয়ারি! সুপ্রিম কোর্টের এক নির্দেশে তোলপাড় দেশ

গবেষণা শেষ করে দেশে ফিরে আসার পর জুফিশান সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। ১৯৩ তম স্থান অধিকার করে জুফিশান আইআরএসে নির্বাচিতও হন। তবে আইএএস হওয়ার স্বপ্ন কিছুতেই পিছু ছাড়ছিল না জুফিশানের। অবশেষে ২০২৩ সালে ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় গোটা দেশের মধ্যে ৩৪ তম স্থান অর্জন করে আইএএস অফিসার হিসেবে নিজের স্বপ্ন পূরণ করেছেন জুফিশান।

জুফিশান জানিয়েছেন, জীবনে সফলতার (Success Story) পিছনে পরিবারের গুরুত্ব অপরিসীম। তিনি তাঁর সফলতার জন্য ধন্যবাদ জানিয়েছেন পরিবার, শিক্ষক ও বন্ধুদের। জুফিশান বিশ্বাস করেন, সততার সাথে পরিশ্রম করে গেলে তার ফল মিলবেই। ইউপিএসসি অত্যন্ত কঠিন একটি পরীক্ষা, তবে এই পরীক্ষার জন্য দরকার হয় ধৈর্য ও অধ্যাবসায়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর