বাংলাহান্ট ডেস্ক : ভারতের সবচেয়ে বড় এবং কঠিনতম পরীক্ষা ইউপিএসসি ক্র্যাক করে বর্তমানে সফল (Success Story) আইএএস (IAS) অফিসার হিসেবে কাজ করছেন মনীষা ধারভে। নিজের উপজাতি সম্প্রদায়ে তিনিই প্রথম ইউপিএসসি (Union Public Service Commission) উত্তীর্ণ হওয়া কৃতী কন্যা। ২০২৩ সালের ইউপিএসসি পরীক্ষায় মনীষা ২৫৭ র্যাঙ্ক করেন। কিন্তু এই যাত্রাপথ খুব একটা সোজা ছিল না।
আইএএস (IAS) অফিসার মনীষার সাফল্যের কাহিনী (Success Story):
ফলে তার সাফল্যের কাহিনীও (Success Story) রীতিমতো চমকে দেওয়ার মত। মনীষার মা যমুনা ধারভে এবং তাঁর বাবা গঙ্গারাম ধারভে। দুজনেই পড়াতেন সরকারি বিদ্যালয়ে। তার আগে মনীষার ইঞ্জিনিয়ার বাবা গঙ্গারাম ধারভে ইন্দোরে চাকরি করতেন। তবে সেই চাকরি ছেড়ে দিয়ে গ্রামে এসে শিক্ষকতা শুরু করেন মনীষার বাবা। নিজের সমাজ এবং গ্রামের সকল শিশুরা যাতে পড়াশোনা করে উন্নতি করতে পারে সেটাই ছিল তার লক্ষ্য।
বাড়ির বড় মেয়ে মনীষা। বলা বাহুল্য, এখন দিদির মত দিল্লিতে থেকে UPSC প্রস্তুতি গ্রহণ করছেন তাঁর ছোট ভাই বিকাশ ধারভেও। গ্রামের অঙ্গনওয়ারিতেই শুরু হয়েছিল মনীষার পড়াশোনা। এরপর সরকারি স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনার পর খারগোনের একটি স্কুল থেকে দ্বাদশ ও দশম উত্তীর্ণ হন তিনি।
আরোও পড়ুন : “এই বছরে আমি….”, নতুন বছরে চরম ব্যস্ত থাকবেন গুকেশ, নির্ধারণ করে ফেললেন “টার্গেট”
উচ্চশিক্ষায় ইচ্ছে থাকার কারণে একাদশ শ্রেণীতে গণিত এবং জীববিদ্যা নিয়ে পড়াশোনা করেছিলেন মনীষা। দশম শ্রেণীতে ৭৫ শতাংশ এবং দ্বাদশ শ্রেণীতে ৭৮ শতাংশ নম্বর পেয়েছিলেন তিনি। ইন্দোরের হোলকার কলেজ থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে স্নাতক উত্তীর্ণ হন মনীষা। এরপরই পাবলিক সার্ভিস কমিশনের প্রস্তুতি শুরু করেন।
২০২০ সালে প্রথমবার ইউপিএসসি পরীক্ষায় বসেন মনীষা। সেই সময় গ্রামে কোন আলো ছিল না। সেই কারণেই ঝিরিনিয়াতে গিয়েই পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করেছেন মনীষা। ২০২১ সালে আবারো চেষ্টা করেন তিনি। খুব কম নম্বরের ব্যবধানে উত্তীর্ণ হওয়া সম্ভব হয়নি সেই বার। অবশেষে ইন্দোরে থাকার সময় তিনি আরো একবার ইউপিএসসি’তে বসেন। কিন্তু তাতেও ব্যর্থতা আসে। অবশেষে ২০২৩ সালের পরীক্ষায় আসে সাফল্য।