অনন্য নজির! কক্ষপথে একইসঙ্গে তিনটি উপগ্রহকে স্থাপনের ক্ষেত্রে সফল রকেট উৎক্ষেপণ ISRO-র

বাংলা হান্ট ডেস্ক: যত দিন এগোচ্ছে ততই একের পর এক সাফল্য হাসিল করছে ISRO (Indian Space Research Organisation)। সেই রেশ বজায় রেখেই এবার ফের এক নজির গড়ল ভারতের এই মহাকাশ গবেষণা সংস্থা। ইতিমধ্যেই শুক্রবার অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে SSLV-D2 রকেট উৎক্ষেপণের মধ্য দিয়ে একইসঙ্গে তিনটি উপগ্রহ লঞ্চ করেছে ISRO।

ইতিমধ্যেই এই সংক্রান্ত ভিডিওটি নেটমাধ্যমে সামনে এসেছে। যা ভাইরাল হতেও শুরু করেছে। জানা গিয়েছে, তিনটি উপগ্রহকে মহাশূন্যে সাড়ে চারশো কিমির কক্ষপথে স্থাপন করার উদ্দেশ্যেই এই উৎক্ষেপণ করা হয়। এমতাবস্থায়, ওই তিনটি উপগ্রহের নাম হল EOS-07, Janus-1 এবং AzaadiSAT-2। শুক্রবার সকাল ৯ টা ১৮ মিনিটে এই উৎক্ষেপণ সম্পন্ন হয় বলে জানা গিয়েছে।

জানিয়ে রাখি যে, এই রকেটের বিশেষত্ব হল এটি নির্মাণের খরচ তুলনামূলকভাবে অনেকটাই কম। শুধু তাই নয়, একাধিক উপগ্রহকে কক্ষপথে স্থাপন করার কাজেও এই রকেটের জুড়ি মেলা ভার। এদিকে, ২০২২ সালের নভেম্বরে ISRO আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট ও আটটি ন্যানো স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করেছিল। এমনকি, সম্প্রতি বাণিজ্যিক ভাবেও মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু করছে তারা।

রয়েছে চন্দ্রাভিযানের পরিকল্পনাও: এদিকে, ইতিমধ্যেই নতুন চন্দ্রাভিযানের পরিকল্পনা রয়েছে ISRO-র। পাশাপাশি সৌর অভিযানেও নামছে তারা। সম্প্রতি এমনই এই তথ্য সামনে এনেছিলেন ISRO-র চেয়ারম্যান এস সোমনাথ। তিনি জানিয়েছিলেন, “পৃথিবীর আশপাশের এই ব্রহ্মাণ্ডে প্রতিনিয়ত কি ঘটে চলেছে, তা বোঝাটা খুবই প্রয়োজনীয়।”

পাশাপাশি, তিনি আরও জানান, “এমতাবস্থায়, Aditya L1 এই উদ্দেশ্যে কাজ করে চলেছে। ১৫ বছর আগে VELC একটি ধারণা দিলেও এবার তার জটিল, যৌগিক স্তরগুলি আমাদের বুঝতে হবে।” প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী জুন বা জুলাই মাসে এই অভিযান শুরু হওয়ার কথা রয়েছে। এই অভিযানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স সাহায্য করতে পারে ISRO-কে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর