ভবানীপুর নির্বাচনে প্রচন্ড কমেছে সিপিএমের ভোটের হার, অবশেষে মুখ খুললেন বিমান বসু

বাংলাহান্ট ডেস্কঃ গত বিধানসভা নির্বাচনের পর প্রথমবার বাম কংগ্রেস শূন্য বিধানসভা দেখেছিল বাংলার (west bengal) মানুষ। এবার উপনির্বাচনেও কমলো বামেদের বামেদের প্রতি বঙ্গবাসীর সমর্থন। কিন্তু এতোটা কম ভোট একেবারেই অপ্রত্যাশিত বলে জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)।

উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়িয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিপুল ব্যাবধানে জয় পেয়ে, নিজেদের মুখ্যমন্ত্রীর আসন ধরে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। উলটো দিকে বাংলায় ৩৪ বছর ধরে রাজ করতে থাকা সিপিএমরা বর্তমানে নিশ্চিহ্ন হওয়ার দিকে এগোচ্ছে।

West Bengal Assembly Elections 2021 Biman Basu lost his temper by a journalist's question

গত বিধানসভা নির্বাচনেই বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছিল, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। বাম পন্থী ভাবধারায় আর চলতে চাইছে না বঙ্গবাসী। এবার বিদায় নিতে হবে বামকে। বাংলার মানুষের রায়ে সেই স্বাধীনতার পর থেকে এই প্রথমবার বাম কংগ্রেস শূন্য বিধানসভা দেখল বাংলার মানুষ। বিধানসভা নির্বাচনের পর উপনির্বাচনেও খুব একটা ব্যতিক্রম কিছু দেখা গেল না। যা হল, তাতে দেখা গেল, বাংলার মানুষের সঙ্গে বামেদের দূরত্ব বেড়েছে আরও কয়েক যোজন।

এই মর্মে সোনারপুর রাজপুরের রবীন্দ্রভবনে এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ‘উপনির্বাচনের ফল যা হওয়ায় তাই হয়েছে। নতুন কিছু ব্যতিক্রমী রেজাল্ট হবে, সেটা ভাবিনি। এমনকি ভোটের হারের ব্যবধান যে এতোটাও বাড়বে তা ভাবতে পারিনি। ভবানীপুরে কিছু মানুষ ভোট দেয়নি একথা যেমন ঠিক, তবে কেন দিল না তা জানি না। তবে অন্যান্য জায়গায় ঠিকঠাকই হয়েছে, যা হওয়ার তাই হয়েছে’।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর