নিম্নচাপের হঠাৎ “রুট” পরিবর্তনে ভাসছে বাংলা! কবে থামবে বৃষ্টি? যা জানালো হাওয়া অফিস….

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মাস শুরু হতে না হতেই প্রবল বৃষ্টিতে (Rainfall) রীতিমতো নাজেহাল বাংলা। শুধু তাই নয়, উত্তরবঙ্গ (North Bengal) থেকে শুরু করে দক্ষিণবঙ্গ (South Bengal), বৃষ্টির ঝোড়ো ব্যাটিংয়ে কাবু সর্বত্র। এক কথায়, অসময়ের নিম্নচাপে রাজ্য জুড়ে শুরু হয়েছে দুর্যোগের পরিস্থিতি। এদিকে, ইতিমধ্যেই প্রবল বৃষ্টির জেরে সিকিমে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তিস্তা। যার জেরে উত্তরবঙ্গে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এমতাবস্থায়, একটাই প্রশ্ন সামনে আসছে যে, হঠাৎ কেন রাজ্য ভিজছে মেঘভাঙা বৃষ্টিতে? সামনে এসেছে সেই উত্তরও।

মূলত, আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে, হঠাৎ করেই নিম্নচাপের গতিবিধিতে বড় বদলের জেরে এই তুমুল বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। নিম্নচাপটি সমুদ্র থেকে ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে এসে ঝাড়খণ্ডে ঢুকে গেলেও পরে সেটি হঠাৎ পথ বদল করে সেখান থেকে সরে দক্ষিণবঙ্গ সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

Sudden "route" change of depression caused heavy rain in Bengal

শুধু তাই নয়, তার সঙ্গে যুক্ত হয়েছে নিম্নচাপ অক্ষরেখাও। আর এই দুইয়ের মিলিত প্রভাবে রাজ্যের সর্বত্র বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। এমনকি, অবস্থা এতটাই বেগতিক যে, আবহাওয়াবিদেরা কোথাও কোথাও লাল সতর্কতাও জারি করেছেন। এদিকে, সমগ্ৰ সিস্টেমটি আগামী ৪৮ ঘন্টায় একটু দুর্বল হয়ে বাংলাদেশের দিকে সরে যেতে পারে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: অবাক কাণ্ড! এবার আচমকাই মাটি খুঁড়ে ৩২,০০০ ফুটের গর্ত খুঁড়ছে চিন, মতলব জানলে চমকে উঠবেন

উল্লেখ্য যে, একটি নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে সিকিম থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি, নিম্নচাপ অঞ্চলের মধ্যে দিয়ে ওই অক্ষরেখা গিয়েছে। তাই, এতটা জোরালো দুর্যোগ চলছে।

আরও পড়ুন: পৃথিবীর দিকে ধেয়ে আসছে একাধিক মহাজাগতিক “দানব”! অক্টোবরেই বিপর্যয়ের আশঙ্কা

কেন হঠাৎ গতিপথ বদলাল নিম্নচাপ: আবহাওয়া বিশেষজ্ঞদের মতে এইভাবে নিম্নচাপের গতিপথ বদলানোর ক্ষেত্রে বেশ কয়েকটি কারণ থাকে। যার মধ্যে তাপমাত্রার হেরফের সহ জলীয় বাষ্পের পরিমাণের মতো একাধিক বিষয় রয়েছে। এদিকে, আগামীকালও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কোচবিহারে তুমুল বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই তালিকায় রয়েছে কালিম্পং এবং জলপাইগুড়ি সহ আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মালদাও। এমতাবস্থায়, ৬ তারিখ দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হতে শুরু করলেও উত্তরবঙ্গের আবহাওয়ার কিছুটা উন্নতি ঘটবে ৭ তারিখ থেকে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর