হঠাৎ করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পৌঁছলেন কাশ্মীরে, লোকজন তাঁকে ঘীরে তাদের দাবী জানালেন

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (India) বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jayashankar) সোমবার কাশ্মীর (Kashmir) পরিদর্শনে যান। সেখানে গিয়ে ইরানে (Iran) আটকে থাকা ভারতীয় ছাত্রদের পিতা মাতার সঙ্গে দেখা করেন। সেই সকল ছাত্রদের পরিবারের লোকজন সরকারকে বারবার করে করোনা ভাইরাসের (Corona Vairas) আক্রমনের হাত থেকে তাদের সন্তানদের রক্ষা করা কথা বলেন। এবং তাদের ফিরিয়ে আনার কথা বলেন।

106412258 1582766110770gettyimages 1203051251
এস জয়শঙ্কর আচমকাই কাশ্মীরে গিয়ে সেখানকার কাশ্মীর ইন্টারন্যাশানল কনভেশন কমপ্লেক্সে বসে ছাত্রদের পরিবারে লোকজনদের সঙ্গে কথা বলেন। যেসকল ছাত্ররা ইরানে আটকে রয়েছে তাদের পরিবারের দাবি যতশীঘ্র সম্ভব তাদের সেখান থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে এবং তাদের ফিরিয়ে আনতে হবে। ভারতের অনেক তীর্থযাত্রী ইরানের কিউমেও আটকে রয়েছে। তাঁদেরও ফিরিয়ে আনার দাবী করেন তাঁরা।

ইরানে আটকে থাকা এক ভারতীয় ছাত্রের বাবা বলেন, ‘বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তাঁর ব্যস্ত সময়ের মাঝে আমাদের এখানে এসে আমাদের সঙ্গে কথা বলায় আমরা অত্যন্ত খুশি। সরকারের সঙ্গে আমরা সবরকম সহযোগিতা করব। আমরা চাই না হটকারিতা করে আমাদের সন্তানদের কোন রকম কোন সমস্যা হোক। কিন্তু আমাদের যে বাচ্চারা ইরানে রয়েছে, তাঁরা সকলেই ছোট। তাই তাঁরা একটু ভয় পেয়ে যাচ্ছে। তাদের বিভিন্ন টেস্ট করার করিয়ে তাদের ভারতে ফেরত পাঠানোর কথা বলা হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আর পাঠানো হচ্ছে না। এতে তাঁরা আরও ভয় পেয়ে যাচ্ছে। আমাদের সরকারের কাছে একটাই দাবী যতশীঘ্র সম্ভব তাদের ইরানে সবরকম টেস্ট করিয়ে একটা বিমান মারফৎ শ্রীনগরে এনে ফের চিকিৎসা করুন’।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেই প্রসঙ্গে পাসপোর্ট অফিসের সঙ্গেও কথা বলেন। তিনি বলেন, ইরানে আটকে থাকা ভারতীয় বাচ্চাদের খুব শীঘ্রই ভারতে ফিরিয়ে আনা হবে। বিদেশমন্ত্রীকে হঠাৎ কাশ্মীরে আসতে দেখে কাশ্মীরবাসী মনে ভরসা পায়। এবং তিনি তাদের আশ্বাস দেন যে খুব তাড়াতাড়িই সরকার তাদের সন্তানদের তাদের কাছে ফিরিরে দেবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর