বাংলাহান্ট ডেস্ক: হু হু করে উঠে যাচ্ছে চুল, এক সপ্তাহের মধ্যেই পুরো মাথা ফাঁকা। এই সমস্যা কিন্তু কেবলমাত্র এক দুজনের নয়, হঠাৎ করে এই সমস্যায় ভুগতে শুরু করেছেন ভারতের (India) প্রায় তিন চারটি গ্রামের বহু মানুষ। এমনটা শুনে অবাক লাগছে নিশ্চয়ই? প্রাথমিক অবস্থায় ঘটনাটিকে আপনার অবিশ্বাস্য মনে হলেও, কিভাবে এত মানুষের হঠাৎ করে টাক পড়ে আছে সেই নিয়ে কিন্তু বেজায় চিন্তায় পড়েছে স্বাস্থ্য দপ্তর।
ভারতের (India) এইসব গ্রামে ভয়ঙ্কর পরিস্থিতি:
পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই গ্রামগুলিতে পৌঁছে গিয়েছেন স্বাস্থ্য দপ্তরের (Health Department) প্রতিনিধি দল। প্রাথমিকভাবে তারা অনুমান করছেন, চার মিশ্রিত দূষিত জলের কারণেই নাকি এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। ওই এলাকার জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। শুধু তাই নয়, সংগ্রহ করা হয়েছে ভারতের তিন গ্রামের বাসিন্দাদের চুল এবং ত্বকের নমুনাও।
গ্রামের বাসিন্দাদের কোথায়, চুলে হালকা টান দিলেই খসে পড়ছে চুল (Hair Loss)। তিনটি গ্রাম মিলিয়ে এখনও পর্যন্ত ৫০ জনকে চিহ্নিত করা হয়েছে, যাঁরা এই সমস্যায় ভুগছেন। সপ্তাহখানেকের মধ্যেই তাদের মাথায় পুরো টাক পড়ে গিয়েছে। আর আচমকাই ব্যাপক চুল পড়া সমস্যার জন্য রীতিমতো মাথায় হাত পড়ে গিয়েছে মানুষজনের। তবে এই ঘটনাটি কিন্তু আমাদের বাংলায় ঘটেনি।
আরোও পড়ুন : বড় খবর! রাজ্য সরকারের এই প্রকল্প নিয়ে নয়া সিদ্ধান্ত! নির্দেশিকা জারি করল নবান্ন
ঘটনাস্থল মহারাষ্ট্রের (Maharashtra) বুলধানা জেলা। সেখানে বরগাঁও, কালওয়াড় এবং হিঙ্গনা গ্রামে সম্প্রতি এই সমস্যার মুখে পড়েছেন গ্রামবাসীরা। তবে ঠিক কী কারণে আচমকা এই পরিস্থিতি তৈরি হল, তা এখনও স্পষ্ট নয় কারোর কাছেই। ভারতের (India) এইসব গ্রাম পরিদর্শনে যাওয়া চিকিৎসকদল আপাতত বাসিন্দাদের পরামর্শ দিয়েছে স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য। আপাতত ওই পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করছেন স্বাস্থ্য আধিকারিকেরা।