‘মারব এখানে, লা* পড়বে শ্মশানে’, এবার ডায়লগের জন্য হাইকোর্টে ছুটলেন মিঠুন চক্রবর্তী

বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনে সরাসরি কোন কেন্দ্র থেকে না লড়াই করলেও, বিজেপির (bjp) তারকা প্রচারক হিসাবে বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বিভিন্ন সমাবেশ, রোড শো, জনসভায় তাঁকে দেখতে উপছে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছিল। সেইসঙ্গে তাঁর মুখে শোনা গিয়েছিল, তাঁর নিজের ছবির বিভিন্ন জনপ্রিয় ডায়লগ। আর তা থেকেই ঘটে বিপত্তি। মামলা দায়ের করা হয় তাঁর নামে।

মানিকতলা থানায় উত্তর কলকাতা যুব তৃণমূলের তরফে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছিল। তাঁদের দাবী, ব্রিগেড সমাবেশে ‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে’- মিঠুন চক্রবর্তীর বলা ডায়লগ শোনার পরই বাংলায় হিংসার আগুন জ্বলে উঠেছে। যার কারণে ভোট পরবর্তীতে ছড়িয়ে পড়েছে হিংসার আগুন।

Mithun Chakraborty requests to Please stop this violence in west bengal

তবে এবার নিজের বিরুদ্ধে হওয়া এই মামলাকে, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের হওয়া FIR বলে দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মিঠুন চক্রবর্তী। তাঁর দাবি, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁর বিরুদ্ধে এই FIR দায়ের করেছেন যুব তৃণমূলে সদস্যরা। তাই FIR খারিজের আর্জি জানালেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

একুশের নির্বাচনে ডবল ইঞ্জিনের সরকার গড়ে বাংলা দখলের স্বপ্ন দেখেছিল বিজেপি শিবির। নির্বাচনের পূর্বেই একঝাঁক হেভিওয়েট তৃণমূল নেতৃত্বরা দলবদল করে নাম লেখায় পদ্ম শিবিরে। প্রচারে ঝড় তুলে শ্লোগান তুলেছিল, ‘অব কি বার, দশো পার’। কিন্তু ভোটের ফলাফলে দেখা যায়, ২০০ টো দূরস্তর দুই অঙ্কের গণ্ডিও টপকাতে পারেনি বিজেপি। ৭৭-এই বাংলা জয়ের স্বপ্ন কার্যত ধূলিস্মাৎ হয়ে যায় গেরুয়া শিবিরের।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর