“ছাত্রীছাত্রীরা একসাথে বসে হাসিঠাট্টা করলেই বাতিল হবে রেজিস্ট্রেশন”, ফতোয়া এই ইসলামিক কলেজের

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বিহারের (Bihar) সিওয়ান জেলার ইসলামিয়া কলেজে একটি “তুঘলকি ফরমান” এবার প্রকাশ্যে এসেছে। যেটি সম্পর্কে জানার পর অবাক হয়েছেন সকলেই।

মূলত, ওই কলেজের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে যে, ছাত্রছাত্রীদের একসঙ্গে বসে হাসিঠাট্টা করতে দেখা গেলে তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হবে। আর এই নির্দেশ প্রকাশ্যে আসার পরই তা উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Suddenly this college issued a sensational notice

জানা গিয়েছে, সিওয়ানের আহমেদ গনি “জাকিয়া আফাক ইসলামিয়া পিজি কলেজ”-এ এহেন নির্দেশ জারি করা হয়েছে। প্রিন্সিপালের জারি করা ওই নোটিশে বলা হয়েছে, কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের একসঙ্গে বসে থাকতে দেখা গেলে বা হাসি-ঠাট্টার বিষয় সামনে এলে তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হবে। কলেজের প্রিন্সিপাল ইদ্রিশ আলমের জারি করা ওই নির্দেশে এই বিষয়টি বলা হয়েছে।

আরও পড়ুন: ২৪ বছরে ১৬ বার ফেল, করতে হয়েছে শ্রমিকের কাজও, এবার সরকারি চাকরি পেয়ে নজির গড়লেন এই ব্যক্তি

প্রিন্সিপাল কেন এই আদেশ জারি করলেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সম্প্রতি ইসলামিয়া কলেজে একজন ছাত্রীর বিষয়ে দুই ছাত্রের মধ্যে মারামারি হয়। ইতিমধ্যেই ওই ঘটনার ভিডিওটিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই এহেন আদেশ জারি করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: অনাড়ম্বর জীবনযাপন, সাইকেলে চেপে ঘুরে বেড়ান গ্রামে! অথচ ইনিই মালিক ৭,০০০ কোটির কোম্পানির

শুধু তাই নয়, কলেজের জারি করা এই “তুঘলকি ফরমান” সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর প্রিন্সিপালের তরফে বিষয়টির স্পষ্টীকরণও করা হয়েছে। প্রিন্সিপাল জানান যে, কিছুজনের কারণে কলেজ ক্যাম্পাসে খারাপ পরিস্থিতি তৈরি হয়। তাই, এই ধরণের “ব্যাড এলিমেন্ট”-দের রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর