আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ! ৩.৫ কিমি জুড়ে নামল অন্ধকার, সতর্কতা জারি সরকারের

বাংলা হান্ট ডেস্ক: ইন্দোনেশিয়ার (Indonesia) মাউন্ট ইবু পর্বতে রবিবার সকালে প্রচণ্ড বিস্ফোরণে অগ্ন্যুৎপাত ঘটে। এই বিষয়ে তথ্য প্রদান করে সেন্টার ফর ভলকানোলজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন (PVMBG) জানিয়েছে, পূর্ব ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা দ্বীপে বিস্ফোরণটি ঘটেছে।

সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ বাড়ি থেকে বেরিয়ে প্রাণ বাঁচাতে দৌড়োতেও থাকেন। প্রায় ৩.৫ কিলোমিটার ধরে ছাই দেখা গেছে বলেও জানা গিয়েছে। নিউজ এজেন্সি সিনহুয়ার রিপোর্ট অনুযায়ী, PVMBG জানিয়েছে যে, আগ্নেয়গিরিটি প্রায় ২০৬ সেকেন্ড ধরে বিস্ফোরিত হয়। স্থানীয় সময় ১২ টা ৩৭ মিনিট নাগাদ অগ্ন্যুৎপাত হয়েছিল। যার ফলে পাহাড়ের চূড়া থেকে ৩,৫০০ মিটার ওপরে উঠেছিল ছাই।

Suddenly, with a loud explosion, darkness fell over 3.5 km.

উল্লেখ্য যে, মাউন্ট ইবু আগ্নেয়গিরি সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৩২৫ মিটার উচ্চতায় অবস্থিত। এই আগ্নেয়গিরিকে সর্বোচ্চ স্তর চারের নিচে দ্বিতীয় বিপদ স্তর হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। এদিকে, PVMBG জনগণকে ক্রেটার (আগ্নেয়গিরির পাহাড়ের মুখ) থেকে ৩.৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো কার্যকলাপ না করার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: এই চার দল খেলবে সেমিফাইনাল! টি20 বিশ্বকাপ শুরুর আগে ভবিষ্যদ্বাণী যুবরাজের

আধিকারিকরা বাসিন্দাদের বাড়ি থেকে বের হওয়ার সময়ে মুখোশ এবং চশমা পরার বিষয়ে জানিয়েছেন এবং আগ্নেয়গিরির ছাই পড়া থেকে এইভাবে বাঁচতে বলেছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইন্দোনেশিয়া হল একটি বৃহৎ দ্বীপপুঞ্জের দেশ। যেটি প্রশান্ত মহাসাগরের “রিং অফ ফায়ার” অঞ্চলে অবস্থিত। যার কারণে এই অঞ্চলটি ঘন ঘন ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যকলাপ অনুভব করে।

আরও পড়ুন: “সবকিছু বদলে গিয়েছিল”, নিজের ট্যাটুর মধ্যেই “বিশেষ স্মৃতি” লুকিয়ে রেখেছেন রিঙ্কু! অবশেষে আনলেন সামনে

এই মাসের শুরুতে, উত্তর সুলাওয়েসির মাউন্ট রুয়াং অগ্ন্যুৎপাতের ফলে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। এদিকে, ক্রেটার থেকে ১০০ কিলোমিটারেরও (৬২ মাইল) বেশি দূরে থাকা মানাডো শহরের স্যাম রাতুলাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর বেশ কয়েক দিন বন্ধ ছিল।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর