বাংলাহান্ট ডেস্ক: বিনোদন ইন্ডাস্ট্রি থেকে আবারো খারাপ খবর। প্রয়াত জনপ্রিয় তেলুগু অভিনেতা সুধীর বর্মা (Sudheer Verma)। খবর অনুযায়ী, ভাইজাগে নিজের বাড়িতে আত্মঘাতী হন তিনি। এমন চরম পদক্ষেপ নেওয়ার কারণ জানা না থাকলেও তরুণ অভিনেতা তথা পরিচালকের মৃত্যুতে শোকের পরিবেশ তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিতে।
সোমবার ভাইজাগে অভিনেতার বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। সূত্রের খবর, ব্যক্তিগত জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। যে কারণে এই চরম পদক্ষেপ তিনি নিতে বাধ্য হন। যদিও কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি বলেই খবর পুলিস সূত্রে।
তেলুগু ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত নাম সুধীর বর্মা। ২০১৩ সালে ‘স্বামী রা রা’ ছবির হাত ধরে পরিচালনায় অভিষেক করেন তিনি। প্রথম ছবিতেই ব্যাপক সাফল্য পেয়েছিলেন তিনি। কিন্তু নাগা চৈতন্য অভিনীত তাঁর দ্বিতীয় ছবিটি বক্স অফিসে একেবারেই দাগ কাটতে পারেনি।
যদিও গত বছরটা সুধীরের জন্য বেশ ভাল ছিল। অ্যাকশন কমেডি ঘরানার ছবি ‘সাকিনি ডাকিনি’র দৌলতে আবারো খ্যাতি পেয়েছিলেন তিনি। সাউথ কোরিয়ান ছবি ‘মিডনাইট রানার্স’ এর অনুকরণে বানানো ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন নিবেতা থমাস এবং রেজিনা ক্যাসান্ড্রা।
আগামীতে একটি বড় প্রোজেক্ট ছিল সুধীর বর্মার হাতে। বহু প্রতীক্ষিত ‘রাবণাসুর’ ছবিতে রবি তেজার সঙ্গে কাজ করার কথা ছিল তাঁর। কিন্তু আচমকা এমন মর্মান্তিক ঘটনায় লন্ডভন্ড হয়ে গেল সমস্ত পরিকল্পনা। তাঁর অবর্তমানে ছবিটির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরে বিনোদন ইন্ডাস্ট্রিতে আত্মহত্যার ঘটনা ক্রমেই বাড়ছে। বলিউড থেকে টলিউড, দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকেও অভিনেতা অভিনেত্রীদের ঘনঘন আত্মঘাতী হওয়ার ঘটনা চিন্তায় ফেলেছে ইন্ডাস্ট্রির সদস্যদের।