জি নিউজে আর দেখা যাবেনা সুধীর চৌধুরীকে! ইস্তফা দিয়ে শুরু করছেন নিজের ব্যবসা

বাংলা হান্ট ডেস্ক: জি নিউজের (Zee News) এডিটর-ইন-চিফ তথা সিইও সুধীর চৌধুরী ইতিমধ্যেই পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, এবার তিনি নিজের উদ্যোগে একটি নতুন ভেঞ্চার শুরু করবেন বলেই জি মিডিয়া কর্পোরেশনের ক্লাস্টার ১-এর সিইও পদ থেকে পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া গিয়েছে।

মূলত, প্রায় এক দশক জি’র সাথে কাজ করার পর তিনি এই সিদ্ধান্ত নেন। যদিও, এই সংস্থায় তিনি মোট দু’বার যুক্ত হন। সুধীর তাঁর কর্মজীবনের শুরুতে জি নিউজে যোগ দেন। কিন্তু তারপর ২০০৩ সালে সাহারা সময়ের সাথে যুক্ত হন তিনি। পাশাপাশি, কিছুদিন ইন্ডিয়া টিভির সঙ্গেও যুক্ত ছিলেন সুধীর। তবে ২০১২ সালে, তিনি ফের জি নিউজে যোগদান করেন। তিনি জি নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিস (DNA)-এর সঞ্চালক ছিলেন। এমনকি, এই অনুষ্ঠানটি হিন্দি নিউজ চ্যানেলের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত শোগুলির মধ্যে অন্যতম একটি ছিল।

এদিকে, এই প্রসঙ্গে জি মিডিয়া এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, “আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে যে, সুধীর চৌধুরী, সিইও ক্লাস্টার ১, জি মিডিয়া কর্পোরেশন লিমিটেডে তাঁর পরিষেবা থেকে পদত্যাগ করেছেন। যেহেতু সুধীর তাঁর নিজস্ব উদ্যোগ শুরু করতে চান, তাই জি মিডিয়া ভারাক্রান্ত হৃদয়ে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে।”

পাশাপাশি, সুধীর চৌধুরীর পদত্যাগের বিষয়ে জি মিডিয়া গ্রুপের কর্ণধার সুভাষ চন্দ্র একটি চিঠি সামনে নিয়ে এসেছেন। যেখানে তিনি বলেছেন, “আমি দু’দিন ধরে সুধীরকে বোঝানোর চেষ্টা করেছি। তবে, তিনি তাঁর ফ্যান-ফলোয়িং ব্যবহার করে নিজের একটি উদ্যোগ শুরু করতে চান। আমি তাঁর উন্নতির পথে বাধা দিতে চাইনা। তাই আমি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছি এবং তাঁর ভবিষ্যতের জন্যেও শুভকামনা জানিয়েছি।” এর পাশাপাশি, তিনি আগামী ৮ জুলাই কনস্টিটিউশন ক্লাবে সুধীর চৌধুরীর জন্য একটি বিদায়ী নৈশভোজের আয়োজন করছেন বলেও জানা গিয়েছে।

https://twitter.com/MediaTalkslive/status/1542908940458962946?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1542908940458962946%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fhindi.opindia.com%2Freports%2Fmedia%2Fzee-news-sudhir-chaudhary-resigns-start-own-venture%2F

এদিকে, সুভাষ চন্দ্রকে দেওয়া পদত্যাগপত্রে সুধীর জানিয়েছেন যে, তিনি দীর্ঘদিন ধরে নিজের ব্যবসা শুরু করার কথা ভাবছিলেন। পাশাপাশি, বিগত কয়েকদিন ধরে, সুধীর চৌধুরীর পদত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কারণ, তিনি তিনদিন যাবৎ DNA সঞ্চালনা করেননি। বরং, সেই অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন রোহিত রঞ্জন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর