ত্রিপুরা থেকে ফিরে এসএসকেএমে ভর্তি রয়েছেন সুদীপ-জয়া, ছাড়া পেলেন দেবাংশু

বাংলাহান্ট ডেস্কঃ উত্তপ্ত ত্রিপুরা (Tripura)। ক্ষমতা প্রতিষ্ঠার লড়াইয়ে আহত তৃণমূল (tmc) যুবনেতারা। অনেক ঝঞ্ঝাট পেরিয়ে, সুদীপ, জয়া, দেবাংশুদের নিয়ে ত্রিপুরা থেকে রাতের শেষ বিমানেই কলকাতা ফেরেন অভিষেক ব্যানার্জী (Abhishek Banerjee)। আহতদের রবিবার গভীর রাতেই ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে।

সূত্রের খবর, প্রাথমিক চিকিৎসার পর দেবাংশুকে ছেড়ে দেওয়া হলেও, সুদীপ রাহা ও জয়া দত্ত ভর্তি থাকেন এসএসকেএম হাসপাতালে। উডবার্ন ওয়ার্ডের ২০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে জয়া দত্ত। তবে ইতিমধ্যেই এমআরআই ও সিটি স্ক্যান করা হয়েছে সুদীপের, ভর্তি রয়েছেন উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে।

tmc flag

জানা গিয়েছে, এই হামলার ঘটনার প্রতিবাদ করে থানার আধিকদের হুঁশিয়ারিও দেন অভিষেক ব্যানার্জী। এরপর ১৪ জনকে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন করিয়ে রাতেই কলকাতায় ফিরিয়ে নিয়ে এলেও, সেখানে থেকে যান কুণাল ঘোষ ও সমীর চক্রবর্তীরা। বেলা ১ টায় কুণাল ঘোষের সাংবাদিক বৈঠক রয়েছে বলেও জানা গিয়েছে।

প্রসঙ্গত, ত্রিপুরার মাটিতে নিজেদের শক্ত ঘাঁটি তৈরি করে কদিন আগেই সেখানে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন তাঁর গাড়িতে হামলা হওয়ায়, ত্রিপুরা সরকারের তীব্র নিন্দা করেছিলেন তিনি। এরপর শনিবার ৮ টি জোনের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল যুবনেতাদের উপর হামলার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

bvbbbv

অভিযোগ ওঠে, সোনামুড়া এলাকায় ছাত্রনেতা সুদীপ রাহার গাড়িতে ইট ছোঁড়ার কারণে, তাঁর মাথা ফেটে যায়। হামলা করা হয় দুই ছাত্রনেতা দেবাংশু ভট্টাচার্য ও জয়া দত্তর উপরও। যার ফলে কানে চোট পান জয়া এবং তাঁর মুখে কাঁচের টুকরোও ঢুকে যায়।

এই ঘটনার প্রতিবাদ করে খোয়াই থানার সামনে অবস্থান ধর্নায় বসলে, ভোররাতের দিকে গ্রেফতার করা হয় সুদীপ, জয়া, দেবাংশু-সহ ১৪ জন ছাত্র নেতাকে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ত্রিপুরার পৌঁছান অভিষেক, কুণাল ঘোষরা। সেখানে গিয়ে পুলিশের সঙ্গে একপ্রস্থ বচসার পর রাতের শেষ বিমানে কলকাতায় ফিরে এসে সুদীপ, জয়া, দেবাংশুদের হাসপাতালে ভর্তি করা হয়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর