ঘেমেনেয়ে একসা, টিআরপি বাড়াতে দোকানের হেঁসেলে ঢুকে কচুরি ভাজলেন সুদীপ-পৃথা

বাংলাহান্ট ডেস্ক: রিয়েলিটি শোয়ের (Reality Show) কমতি নেই কোনো চ‍্যানেলেই। চিরাচরিত নাচগানের শো থেকে বেরিয়ে এসে এখন ভিন্ন ধারার নানান অনুষ্ঠান নিয়ে আসছে চ‍্যানেলগুলি। উদাহরণস্বরূপ স্টার জলসার ‘ইসমার্ট জোড়ি’ (Ismart Jodi)। টেলিভিশনে যে তারকাদের দেখা মেলে রোজ, তারাই বাস্তব জীবনের জুটিদের নিয়ে খেলছেন ইসমার্ট জোড়িতে। নানান খেলাধূলায় জমজমাট আয়োজন থাকে প্রতি পর্বে।

কনসেপ্ট অন‍্য ধ‍রণের তাতে সন্দেহ নেই। তবে কিছু কিছু খেলা ‘শালীনতা’র মাত্রা ছাড়ায় বলে অভিযোগ করেছিলেন দর্শকরা। তাই তাদের জন‍্য আনা হয়েছে নতুন খেলা। ইসমার্ট জোড়ির মঞ্চ থেকে জুটিদের সোজা রান্নাঘরে নিয়ে গিয়ে ফেলেছেন শোয়ের নির্মাতারা। এক একজনের ভাগ‍্যে পড়েছে এক একটি রেস্তোরাঁ বা দোকানে রাঁধার ভার। খুশি করতে হবে বাস্তবের ক্রেতাদের এব‌ং সঞ্চালক জিৎকেও।

Ismart jodi
শোয়ের অন‍্যতম প্রতিযোগী জুটি সুদীপ মুখোপাধ‍্যায় এবং তাঁর স্ত্রী পৃথা চক্রবর্তীর ভাগ‍্যে পড়েছিল কচুরি ভাজার কাজ। দোকানের হেঁসেলে গিয়ে চুরির জন‍্য নিজেরা ময়দা মেখে, বেলে বড় সাইজের কচুরি ভেজেছেন। ঘেমেনেয়ে একশা হয়ে জিতের জন‍্য কচুরি তরকারি নিয়ে এসেছেন সুদীপ পৃথা। সঞ্চালক অবশ‍্য তারিফই করেছেন অভিনেতার রন্ধন শৈলীর।

Ismart
দর্শকরা নতুন খেলা পছন্দ করলেও টিআরপি বাড়ছেই না ইসমার্ট জোড়ির। উপরন্তু জি বাংলায় সারেগামাপা শুরু হওয়ার পর আরো কোণঠাসা হয়ে পড়েছে স্টারের নন ফিকশন শো টি। কয়েক সপ্তাহ হল শুরু হয়েছে সারেগামাপার নতুন সিজন। আর প্রথমেই টিআরপি তালিকার শীর্ষে উঠে গিয়েছে এই শো।

নন ফিকশন শো গুলির মধ‍্যে টিআরপিতে সবথেকে উপরে রয়েছে গানের এই জনপ্রিয় রিয়েলিটি শো। ইসমার্ট জোড়ির টিআরপি প্রায় তলানিতে। এমন পরিস্থিতিতে নতুন নতুন খেলা এনে টিআরপি বাড়ানোর চেষ্টায় রয়েছেন শো নির্মাতারা।

Niranjana Nag

সম্পর্কিত খবর