বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে এবার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে আক্রমণ করলেন ত্রিপুরার স্বদলীয় বিধায়ক সুদীপ রায় বর্মন (sudip roy barman)। পূর্বেই তাঁকে নিয়ে ওঠা দলবদলের জল্পনার মাঝে, এবার বিপ্লব দেব সরকারকে আক্রমণ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন।
বিষয়টা হল, মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে সুদীপ রায় বর্মন বলেন, ‘আগে উৎসবের মেজাজে ভোট করা হত রাজ্যে। কিন্তু এখন সেই আগের পরিবেশ আর নেই। বিরোধীদের প্রচার করতে দিচ্ছে না শাসকদলের দুর্বৃত্তরা। রাজ্যে অবাধ ও সুষ্ঠু ভাবে ভোট করতে দিতে হবে’।
সরকার বিরোধী এমন মন্তব্য করলেও, নিজেকে এখনও বিজেপির কার্যকর্তা বলে দাবি করছেন সুদীপ রায় বর্মন। তবে তাঁর এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে যে দলীয় নেতৃত্বরা ক্ষুব্ধ হয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এটাই প্রথমবার নয়, পূর্বেও একাধিকবার ত্রিপুরা সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন সুদীপ রায় বর্মন।
সুদীপ রায় বর্মনের মন্তব্যের পাল্টা দিয়ে ত্রিপুরা বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী অভিযোগ করেন, ‘সুদীপ রায় বর্মন দলে থেকেই দল বিরোধী কাজ করে যাচ্ছেন। ব্যক্তিগত আক্রমণ করছেন মুখ্যমন্ত্রীকেও। এমনকি নির্বাচন কমিটিতে থেকেও, অংশ নিচ্ছেন না কোন বৈঠকে’।
বর্তমান সময়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ত্রিপুরায়। প্রচারের সময়সীমা শেষে হয়ে গেলেও, পুরভোটের আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখানে এবার প্রথমবারের জন্য নির্বাচনে অংশ নিচ্ছে তৃণমূল। আর সুদীপ রায় বর্মনের এমন মন্তব্যে তৃণমূলের দিকে কিছুটা পাল্লা ভারী হতে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞ মহল।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার