‘দিদি খালি গরুর মাংস…’, পুরনো বিতর্ক উস্কে দিল সুদীপার ভিডিও

বাংলা হান্ট ডেস্ক : বাংলার দর্শকদের কাছে ‘রান্নাঘরের রাণী’ নামেই পরিচিত অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। অভিনেত্রী (Sudipa Chatterjee) হিসেবে কেরিয়ার  শুরু করলেও পরবর্তীতে সঞ্চালনা করেই ব্যাপক জনপ্রিয়তা পান সুদিপা (Sudipa Chatterjee)। জি বাংলার পর্দায় সম্প্রচারিত ‘ জি বাংলার’ রান্নাঘর সঞ্চালনা করেই বাংলা জোড়া  খ্যাতি পেয়েছিলেন তিনি।

বিতর্ক উস্কে দিল সুদীপার (Sudipa Chatterjee) ভিডিও

তবে সম্প্রতি এই শো’টি  নতুন করে শুরু হলেও এবার আর এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে সুদীপা নেই। রয়েছেন কণীনিকা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই এই নিয়ে কান্নাকাটি করে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বার্তা লিখেছিলেন সুদীপা। তবে অভিনেত্রী যাই করুন না কেন তাঁকে নিয়ে কিন্তু দর্শকমহলে কম চর্চা হয় না।

আর এই কারণেই মাঝেমধ্যেই বিতর্কে নাম জড়ায় সুদীপার। তাই কখনও তাঁর  সোনার গয়না পরা নিয়ে কিংবা ঈদের সময় অতিথি হিসেবে গিয়ে সেখানে গরুর মাংসের রান্না দেখিয়ে অনুরাগীদের রোষের  মুখে পড়েছিলেন সুদীপা। অনেকেই প্রশ্ন তুলেছিলেন অভিনেত্রীর দিকে। একজন হিন্দু ব্রাহ্মণ হয়ে তিনি এই কাজ কিভাবে করতে পারলেন?

আরও পড়ুন : বাঁকুড়া থেকে প্রিয় ‘রচনা’ আসতেই, সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে পরিচয় করালেন ভাস্বর

তবে পরে সেই বিতর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। আর এবার সুদিপার নতুন একটি পোস্টকে কেন্দ্র করেই সেই পুরনো বিতর্ক নতুন করে মাথাচাড়া দিল।   বহুদিন হল এখন নিজস্ব একটি ইউটিউব চ্যানেল খুলেছেন সুদীপা। সেখানেই নিজের রান্নার ভিডিও হাজির হন অভিনেত্রী। মাঝে পুজোর কটা দিন বাড়ির পুজোয়  ব্যস্ত থাকায় চ্যানেলে সেভাবে ভিডিও আপলোড করা হয়নি।

তবে এবার আবার নিজের ইউটিউব চ্যানেলে মন দিয়েছেন সুদীপা। পুজোর মিটতেই এবার একটি নতুন রান্না নিয়ে আসতে চলেছেন অভিনেত্রী। তারই তোড়জোড় করার আগে এদিন  শাড়ি গয়নায় সেজে ওঠার একটি ছোট ভিডিও শেয়ার করেছিলেন সুদীপা। সেই ভিডিওতেই একজন আচমকা অতীতের সেই গরুর মাংসের বিতর্ক উসকে দিয়ে মন্তব্য করেছেন, ‘দিদি খালি গরুর মাংসের কিছু রান্না করবেন না।’ যদিও তাকে পাল্টা মন্তব্যে ধুয়ে দিয়েছেন সুদীপার অনুরাগীরা।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর