বাংলাহান্ট ডেস্ক: রান্নাঘরের রানি বলতেই যে নামটা সবার আগে মাথায় আসে সেটা হল সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। এক হাতে দীর্ঘ ১৭ বছর ধরে জি বাংলার রান্নাঘর শোটির সঞ্চালনা করে চলেছেন তিনি। বিনোদন জগতের সঙ্গে নিত্য ওঠাবসা তাঁর। তবে সুদীপার হাতের জাদু তাঁর রান্নায়। নিজে তিনি ভাল রাঁধুনি হওয়ার পাশাপাশি খাদ্যরসিকও বটে। আর এদিক দিয়ে ছেলে আদিদেবও (Aadidev Chatterjee) হয়েছে এক্কেবারে মায়ের মতো।
ছোট্ট আদিদেবও এই বয়সেই বেশ খাদ্যরসিক হয়ে উঠেছে। আর হবে নাই বা কেন! মা এমন সব সুস্বাদু রান্না করলে খাবার ভাল না বেসে কি থাকা যায়? তবে গত শনিবার ছিল বিশেষ দিন। এদিন ৪ এ পা দিয়েছে সুদীপা এবং অগ্নিদেবের ছোট্ট ছেলে আদিদেব। আর সেই উপলক্ষে বাড়িতেই ছেলের জন্মদিন পালনের ব্যবস্থা করেছিলেন সুদীপা।
গোলাপি পাঞ্জাবি আর সাদা ধুতিতে সেজেছিল বার্থডে বয়। এদিন রূপোর থালায় পঞ্চব্যঞ্জন সাজিয়ে ছেলেকে খেতে দিয়েছিলেন সুদীপা। লুচি, ভাত, ডাল, পাঁচ রকম ভাজা, পমফ্রেট ফ্রাই, চিংড়ি, মাংস, চাটনি, পায়েস ছিল এদিনের মেনু। থালায় ধারে ফুলের পাঁপড়ি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন সুদীপা। আদিদেবের গলায়ও পরা ছিল ফুলের মালা।
একে একে দিদা, বাবা, মা আশীর্বাদ নিয়ে জন্মদিনের স্পেশ্যাল মেনুতে মন দিয়েছে আদিদেব। ছোট্ট ছেলের কিছু মিষ্টি ছবির পাশাপাশি একটি ভিডিও শেয়ার করেছেন সুদীপা। একটা দিন ট্রোলিং দূরে সরিয়ে রেখে আদিদেবকে আশীর্বাদ করেছেন নেটিজেনরাও।
প্রতি বছরই ছেলের জন্মদিন ধুমধাম করেই পালন করেন সুদীপা। তবে এবারে অগ্নিদেব একটু অসুস্থ। তাই বেশি আড়ম্বর হয়নি। সুদীপা জানিয়েছেন, আগামী বছর আদিদেবের পাঁচ বছরের জন্মদিনে বড় করে উদযাপনের পরিকল্পনা রয়েছে তাঁদের। যদিও ছেলে এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, এটাও মোটে পছন্দ নয় তাঁর। ছোট্ট আদিদেবকে তাই তাঁর আর্জি, একটু আস্তে আস্তে বড় হও।
https://www.instagram.com/reel/Ck2-mepthaL/?igshid=YmMyMTA2M2Y=