বাংলা হান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়া খুললেই ট্রোলিং এখনকার দিনে সেলিব্রিটিদের কাছে এক প্রকার জল ভাতে পরিণত হয়েছে। এমনিতেই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতুহাল বরাবরই একটু বেশিই থাকে। কেউ কেউ আবার সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া করতেও দুবার ভাবেন না। আর আজকের এই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় নেটিজেনদের কাছে হামেশাই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন এপার বাংলার জনপ্রিয় সঞ্চালিকা তথা ‘রান্নাঘরের রাণী’ তথা অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)।
গোমাংস বিতর্ক পেরিয়ে স্বাভাবিক জীবনে সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)
কিছুদিন আগেই ঈদ উপলক্ষে বাংলাদেশের একটি কুকারী শো’তে ছুটে গিয়ে গো-মাংস রান্না বিতর্কের জেরে নিন্দুকদের তুমুল কটাক্ষের মুখে পড়েছিলেন সুদীপা (Sudipa Chatterjee)। সে সময় নিন্দুকদের নোংরা ট্রোলিং থেকে রেহাই পায়নি, সুদীপার পরিবার কিংবা একরতি ছেলে আদিদেব-ও। তবে এবার সমস্ত বিতর্ক থেকে মুক্তি। অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরলেন সুদীপা।
আসলে মঙ্গলবার ৯ জুলাই ছিল সুদীপার ১৫-তম বিবাহ বার্ষিকী। এই বিশেষ দিনে স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে এই ১৫ বছরের পথ পচালার নানান অভিজ্ঞতার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোষ্ট শেয়ার করেছিলেন খোদ সঞ্চালিকা। সেখানে নিজেদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্তের একাধিক ছবি শেয়ার করে নিয়েছিলেন সুদীপা।
আরও পড়ুন: এত বড় তারকা হয়েও ভোলেননি নিজের সংস্কৃতি! বিদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলায় গান গাইলেন শ্রেয়া
সেই ছবির ক্যাপশনেই সুদিপা লিখেছেন ‘হাসি- কান্নায়” কেটে যাওয়া,১৫ টা বছরের দিকে ফিরে তাকিয়ে দেখি- পথের মাঝে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে,কত “হীরা-পান্না”…
আমি কুড়িয়ে রাখলাম।’ প্রসঙ্গত গোমাংস বিতর্কের সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুদীপা। যদিও সেই কঠিন সময়ে তাঁর পাশেই দাঁড়িয়েছেন স্বামী অগ্নিদেব]। সন্তানের মৃত্যু কামনায় প্রতিবাদ-ও জানিয়েছিলেন তিনি।
তবু বিতর্ক না থামায় সেসময় সংবাদমাধ্যমে সুদীপা বলেছিলেন, ‘ভাল থাকার চেষ্টা করছি। আমার ছেলেটাকে আজ এতদিন হল স্কুলে পাঠাতে পারিনি। দেখি কিছু দিন পর হয়তো পাঠাতে পারব। পুলিশ খুব সাহায্য করছে। ওরা জানিয়েছেন নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে।’ তবে অবশেষে খারাপ সময় পেরিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরছেন সুদীপা।