মাদার্স ডে-র পরেই খারাপ খবর, হৃদরোগে আক্রান্ত হলেন সুদীপার মা

বাংলাহান্ট ডেস্ক: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না সুদীপা চট্টোপাধ্যায়ের (Sudipa Chatterjee)। কিছুদিন আগে নিজের জন্মদিনে পায়ের ব্যথায় কাবু হয়ে পড়েছিলেন তিনি। নিজে সুস্থ হয়ে উঠতে না উঠতে এখন আবার এক প্রিয়জনের অসুস্থতার খবর জানালেন সুদীপা। হৃদরোগে আক্রান্ত হয়েছেন সুদীপার মা। সোশ্যাল মিডিয়ায় এই খারাপ খবরটা ভাগ করে নিয়েছেন সঞ্চালিকা।

মঙ্গলবার সকালেই সোশ্যাল মিডিয়ায় একটা ছোট্ট জরুরি বার্তা দিয়ে এই খারাপ খবরটা ভাগ করে নেন সুদীপা। তিনি লেখেন, ‘গতকাল মা হৃদরোগে আক্রান্ত হয়েছে। দয়া করে ওঁর জন্য প্রার্থনা করবেন’। সুদীপার পোস্ট থেকে জানা যায়, মাদার্স ডে-র পরের দিনই হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন তাঁর মা।

sudipa

এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ভেঙে পড়েন সুদীপা। তিনি জানান, হঠাৎ মা দীপালী দেবীর কথা জড়িয়ে যাচ্ছে দেখে বিপদের মেঘ দেখতে পেয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তিনি। সুদীপা জানান, নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে হাসপাতালে পৌঁছেছিলেন তিনি। অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করলে অনেকটা দেরি হয়ে যেত বলে মন্তব্য করেন তিনি।

দীপালী দেবীকে আইসিইউতে ভর্তি করে নেওয়া হয়েছে বলে জানান সুদীপা। তবে তিনি যে এখনি বিপদসীমার বাইরে রয়েছেন তা বলা যাচ্ছে না। এখনো কিছুটা সময় চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হবে দীপালী দেবীকে। শহরের এক নামী হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

sudipa chatterjee pet

রবিবার দিনটাও অন্য রকম ছিল সুদীপার কাছে। মাতৃদিবসে মায়ের একগুচ্ছ ছবি শেয়ার করে এক আবেগঘন পোস্ট করেছিলেন তিনি। লিখেছিলেন, ‘জীবনের প্রথম পাওয়া উপহার- ‘মা’। জীবনের প্রথম ডাক- ‘মা’। সব পথ যখন থমকে দাঁড়ায়, তখন দুহাত পেতে আগলে রাখে- ‘মা’। জীবনের সবচেয়ে সেরা আনন্দ- মার মুখে দেখতে পাওয়া হাসি। তাই, যদি একটা দিনে- তাঁকে একটু বিশেষ করে আদর-যত্ন করা যায়, তাতে ক্ষতি কি? আমার মা- আমার দেখা, পৃথিবীর সবচেয়ে সরল মনের মানুষ। তোমার মতো হতে পারবো না কেউ। তাই, তোমাকে বারবার কুর্নিশ জানালেও- তা কমই হয়। বেঁচে থাকো মা।’

সংবাদ মাধ্যমের সামনে ভেঙে পড়েন সুদীপা। তাঁর কথায়, তাঁর জীবনে সবটাই তাঁর মাকে ঘিরে। তাই মায়ের এই অসুস্থতায় কিছুই আর ভাল লাগছে না সুদীপার। মা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক, এটাই এখন একমাত্র প্রার্থনা সঞ্চালিকার।

Niranjana Nag

সম্পর্কিত খবর