‘কতদিন তোমার কোনো খোঁজ নিইনি’, কিচেন কুইন শুক্লা মুখোপাধ‍্যায়ের মৃত‍্যুতে শোকস্তব্ধ সুদীপা চট্টোপাধ‍্যায়

বাংলাহান্ট ডেস্ক: বুধবার রাতে সোশ‍্যাল মিডিয়ায় একটি খবরে চমকে উঠেছিলেন নেটনাগরিকরা। প্রয়াত খ‍্যাতনামা রন্ধনশিল্পী শুক্লা মুখোপাধ‍্যায় (Shukla Mukherjee)। নিজের রান্নার পারদর্শিতার জন‍্য ‘কিচেন কুইন অফ বেঙ্গল’ তকমা পেয়েছিলেন তিনি। জি বাংলার রান্নাঘরে তাঁর উজ্জ্বল উপস্থিতি দর্শকদের মনে এখনো গেঁথে রয়েছে। তাঁর আচমকা মৃত‍্যু সংবাদে শোককাতর সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ‍্যায়ও (Sudipa Chatterjee)।

রান্নাঘরে প্রায়ই আসতেন শুক্লা মুখোপাধ‍্যায়। দর্শকদের জন‍্য নিত‍্যনতুন অসাধারণ সব রান্না। দিতেন টিপস। ছোটখাট মিষ্টি মানুষটার সঙ্গে খুব ভাল সম্পর্ক ছিল সুদীপার। স্নেহ করে ‘তুই’ করে কথা বলতেন শুক্লা মুখোপাধ‍্যায়। ওই হাসিমুখটাই এখন বারবার চোখে ভাসছে দর্শকদের।

Sudipa
রান্নাঘরের সেটে প্রিয় শুক্লাদির সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে মনের কষ্ট উজাড় করে দিয়েছেন সুদীপা। লিখেছেন, ‘রান্নাঘর যখন শুরু হয়,তখন আমাদের নতুন সংসারের ভাঁড়ার ছিলো শূন্যপ্রায়। শুক্লাদি- তা টের পেতে দিতো না কখোনো। আজ শুক্লাদিকে নিয়ে, কিছু লিখতে বসে, ভাবনাগুলো কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। এবছর জন্মদিনে উইশ করতেও ভুলে গেছি। কতদিন তোমার কোনো খোঁজ নিই নি।’

তিনি আরো লিখেছেন, ‘কোভিড পরবর্তী পরিস্হিতি- আমাদের কেমন যেন দুটিতে দিয়েছে। তোমার তো এত তাড়াতাড়ি যাবার কথা ছিলো না। আমি তোমায় নিয়ে কিছু আজ লিখতে পারবো না। “আমার প্রানের ‘পরে চলে গেল কে… বসন্তের বাতাসটুকুর মতো।”’

সোশ‍্যাল মিডিয়াতেই প্রথম রন্ধনশিল্পী শুক্লা মুখোপাধ‍্যায়ের মৃত‍্যুর খবর জানা যায়। কয়েকজন অভিনেতা অভিনেত্রীরাও দুঃবাদে শোক প্রকাশ করেছেন। যদিও শুক্লা মুখোপাধ‍্যায়ের মৃত‍্যুর কারণ এখনো স্পষ্ট নয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর