‘রান্নাঘর হচ্ছে আর আমিই নেই’, কনীনিকা সঞ্চালক শুনে এ কী বললেন সুদীপা!

বাংলাহান্ট ডেস্ক : সুদীপা চট্টোপাধ্যায়কে (Sudipa Chatterjee) ছাড়াই শুরু হচ্ছে ‘রান্নাঘর’ (Rannaghar)। জি বাংলার ‘রন্ধনে বন্ধন’ শো শেষ হয়ে আবারো ফেরানো হচ্ছে রান্নাঘর। যে শোয়ের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন সুদীপা (Sudipa Chatterjee), সেই শো আবার শুরু হলেও সঞ্চালক হিসেবে নেই তিনি। তাঁর বদলে নতুন সঞ্চালক হয়ে আসছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। এ খবর শুনে কী প্রতিক্রিয়া হয়েছিল সুদীপার (Sudipa Chatterjee)?

খুব কষ্ট পেয়েছেন বললেন সুদীপা (Sudipa Chatterjee)

দীর্ঘদিন ধরে রান্নাঘর এর সঞ্চালনা করেছেন সুদীপা (Sudipa Chatterjee)। শোয়ের প্রথম থেকেই তিনি ছিলেন এর সঙ্গে যুক্ত। দর্শকদের একাংশের কাছে এই শো কার্যত ‘সুদীপার রান্নাঘর’। হঠাৎ করেই দু বছর আগে শো টি বন্ধ হয়ে যাওয়ায় দর্শকদের অনেকেই মুষড়ে পড়েছিলেন। তার জায়গায় আসে রন্ধনে বন্ধন। সুদীপা (Sudipa Chatterjee) বলেন, ওই শোয়ের প্রোমো যখন তিনি দেখেছিলেন তখন বাচ্চাদের মতো কেঁদে ফেলেছিলেন। আর এবারেও তেমনটাই হয়েছে। প্রচণ্ড কষ্ট পেয়েছেন তিনি।

   

আরো পড়ুন : উত্তম প্রয়াণেই কাটে তাল, শেষ জীবনে বাড়ি ছেড়ে কোথায় থাকতেন সুচিত্রা সেন!

রান্নাঘরে নেই সুদীপা

সুদীপার (Sudipa Chatterjee) কথায়, রান্নাঘর এর মধ্যে দিয়েই তাঁর পরিচয়। তাঁর অন্যান্য কাজ মানুষ সেভাবে মনে রাখেনি। তবে রান্নাঘরের দৌলতে তাঁকে সকলেই চিনেছে। এই শোয়ের সঙ্গে তাঁর টাকা পয়সার সম্পর্ক নয়। বাড়ির থেকে জিনিসপত্র নিয়ে গিয়েও এই শো করেছেন তিনি। প্রথম দিকে ঘর ঝাড় দিয়েছেন, বাসন মেজেছেন। সেই রান্নাঘর আবার শুরু হচ্ছে, অথচ তিনিই নেই!

আরো পড়ুন : হু হু করে বাড়ছে খ্যাতি, মুম্বই গিয়েই সলমনের বিগ বসে ডাক পেলেন বাংলার নায়িকা

নতুন সঞ্চালক কনীনিকা

ঘটনাচক্রে রান্নাঘর এর নতুন সঞ্চালক কনীনিকা বন্দ্যোপাধ্যায় আবার সুদীপার (Sudipa Chatterjee) ভালো বন্ধুও। প্রাক্তন সঞ্চালক বলেন, তাঁর মন খারাপ দেখে স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায় তাঁকে বোঝান যে, কোনো কিছুর শুরু হলে তার শেষ হবেই। দুঃখ না করে বরং ওঁদের শুভেচ্ছা জানাতে। সুদীপা (Sudipa Chatterjee) বলেন, তিনি বা অপরাজিতা আঢ্য আবার সঞ্চালনার দায়িত্ব পেলে হয়তো মানুষের মনে একঘেয়েমি চলে আসত। তার থেকে এই হয়তো ভালো হয়েছে।

Sudipa Chatterjee

সুদীপা এও জানান, কনীনিকা সঞ্চালনার দায়িত্ব পেয়েও তাঁকে ফোন না করায় প্রথমটা তাঁর অভিমান হয়েছিল। পরে অবশ্য তাঁর মনে হয়েছে, তাঁকে ফোন করে কীই বা বলতেন কনীনিকা। তাঁর কথা শুনে তিনি ভ্যা করে কেঁদে ফেললে তখন আবার আরেক পরিস্থিতি তৈরি হত, মন্তব্য করেন সুদীপা।

Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর