বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দায় মেগা সিরিয়াল (Serial) ;কথাটির ধারণা বদলেছে। আগের থেকে সিরিয়ালে প্রচুর বদল এসেছে। মাত্র কয়েক বছরের ব্যবধানে মেগা সিরিয়ালের (Serial) সংজ্ঞাই বদলে গিয়েছে। বর্তমানে হাতে গোনা সিরিয়ালই টেনেটুনে এক বছর চলতে পারে। কিছু কিছু ধারাবাহিক কার্যত শুরু হতে না হতেই বন্ধের মুখ দেখছে। এই ব্যর্থতা কেন ছোটপর্দায়? দর্শকরা কেন হঠাৎ মুখ ফেরাচ্ছে সিরিয়াল থেকে? কারণ বিশ্লেষণ করলেন সুদীপা চট্টোপাধ্যায়।
পাকিস্তানি সিরিয়ালের (Serial) সঙ্গে তুলনা করলেন সুদীপা
শুধুমাত্র ভারতীয় বিনোদনেই যে টেলিভিশন সিরিয়ালের কনসেপ্ট রয়েছে এমনটা কিন্তু নয়ধঝ। বাংলাদেশি নাটক থেকে পাকিস্তানি সিরিয়ালের (Serial) ক্রেজ কম নয়। এমনকি এই দুই ধরণের বিনোদন মাধ্যমেরই রয়েছে প্রচুর ভারতীয় দর্শক। এমনকি পাকিস্তানি সিরিয়াল ‘কভি ম্যায় কভি তুম’ এতটাই জনপ্রিয় হয়েছে যে দর্শকদের দাবি মেনে সিরিয়ালের (Serial) অন্তিম পর্ব বড়পর্দায় রিলিজ করছেন নির্মাতারা। এবার পাক সিরিয়ালের সঙ্গে তুলনা টেনেই বাংলা সিরিয়ালের গলদ বুঝিয়েছেন সুদীপা।
আরো পড়ুন : থ্রিলার থেকে কমেডি, হাতে গরম ৩ টি সিনেমা আসছে OTT-তে, এগুলি দেখলেই উইকেন্ড ‘সর্টেড’
পোস্টে কী লিখলেন সুদীপা?
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সুদীপা লিখেছেন, ‘একটি টিভি সিরিয়াল- সারা দেশে সিনেমা হলে শেষ মেগা এপিসোড রিলিজ করছে। আজ সারা দেশে হাজার হাজার লোক মিলে- সিনেমা হলে এই এপিসোড টা দেখবে: পারলে এই সিরিয়ালটি ইউটিউব চ্যানেলে ঝট দেখে নেবেন । শুধুমাত্র- যে,নায়িকাই রান্না করবে,বাসন মাঝে,মন্দিরে প্রদীপ জ্বালাবে…..।আবার বরকে “বাবু “ আর “আপনি” বলে সম্মোধন করবে এবং এখানেই শেষ নয়- শাশুড়ী মায়ের অত্যাচার মুখ বুঝে সইবে….. দাঁড়ান! দাঁড়ান!… এখানেই শেষ নয়.. আরও আছে… বন্দুক হাতে অশুভ শক্তির নিধন করবে… আর মাঝে মাঝে – বরের গার্লফ্রেন্ড/বৌকে সাহায্য করবে। এটা কোন বর্বরতার দিকে- মেয়েদের ঠেলে দেওয়ার চেষ্টা চলছে?’
আরো পড়ুন : মুখে একটুও হাসি নেই, রচনা বন্দ্যোপাধ্যায়ের বিয়ের ছবি ভাইরাল নেটপাড়ায়, নেটিজেনরা বললেন…
এরপরেই দর্শকদের কথা বলেছেন সুদীপা। পাকিস্তানি সিরিয়ালের (Serial) রমরমার কারণ দেখিয়ে তিনি লেখেন, ‘দর্শক- বাধ্য হচ্ছেন, আমাদের প্রতিবেশী দেশ- পাকিস্তান এর টিভি সিরিয়াল মুগ্ধ হয়ে দেখতে… কি সুন্দর গল্পের বন্ধন, কি স্বাভাবিক মেকআপ, কি স্বাভাবিক জামা কাপড়, কোনও সেট নয়। বাস্তব লোকেশনে শুটিং। আর কবে আমাদের চ্যানেল কর্তৃপক্ষ বুঝবেন,যে- দর্শক টিভি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন? বাধ্য হচ্ছেন- বাংলাদেশি নাটক,পাকিস্তানি সিরিয়াল, আর কোরিয়ান ড্রামা দেখতে- এটা কতদিন অস্বীকার করবেন?’
সুদীপার সাফ কথা। সেই এক বস্তাপচা ‘শাঁখাঁ- সিঁদুর এর দিব্যি’ দিয়ে গল্প আর চলবে না। তিনি লিখেছেন আগে যেখানে ১০-১১ টিআরপি উঠত, তা বর্তমানে নেমে দাঁড়িয়েছে ৭ তে। এবার মেয়েদের সম্মান করতে শেখা উচিত চ্যানেল কর্তৃপক্ষ দের, নিজের পোস্টে স্পষ্ট ভাবেই একথা লিখেছেন সুদীপা।