বাংলাহান্ট ডেস্ক: রান্নাঘরের রানী সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। আর তাঁর একরত্তি রাজপুত্তুর আদিদেব চট্টোপাধ্যায় (Aadidev Chatterjee) নেটদুনিয়ার নয়ণের মণি। দুষ্টু মিষ্টি আদিদেবের ততোধিক মিষ্টি কাণ্ডকারখানা বেশ উপভোগ করেন নেটনাগরিকরা। আর তাই মাঝে মাঝেই অনুরাগীদের জন্য ছেলের নানান কীর্তির ভিডিও বানিয়ে শেয়ার করেন সুদীপা।
ছোট্ট আদির বয়স মোটে তিন বছর। কিন্তু এই বয়সেই মায়ের হাতে হাতে কাজ করতে শিখে গিয়েছে সে। ছেলেকে বাইরের জগতের সঙ্গে পরিচয় করাতে নিজে নিজে ফল বাছাই করে কিনতে শিখিয়েছেন সুদীপা। স্কুলেও ভর্তি হয়ে গিয়েছে আদিদেব। ইতিমধ্যেই একদিন মায়ের হাতে ধরে তাঁর কাজের জায়গা অর্থাৎ জি বাংলার রান্নাঘরের সেটে এসেছে আদিদেব। মায়ের সঙ্গে হাত মিলিয়ে রেঁধেছে মজাদার সব রান্না। একেবারে মা সুদীপার মতোই ভোজনরসিক হয়েছে ছেলে।
ছোট্ট আদি এক রকম নেটিজেনদের চোখের সামনেই বড় হয়ে উঠছে। এবার নিজের জন্য বান্ধবীও খুঁজে নিল পুঁচকে আদিদেব। ছেলের নানান কাণ্ডকারখানার মতো আরো একটি ভিডিও শেয়ার করেছেন সুদীপা। দুই ম্যানিকুইনের পাশে দেখা গিয়েছে সুদীপা পুত্রকে। বাচ্চাদের জন্য শাড়ি ও ধুতি পাঞ্জাবির সেট পরানো ছিল ম্যানিকুইন দুটিকে।
তার মধ্যে থেকে মেয়ে ম্যানিকুইনটিকে মনে ধরেছে ছোট্ট আদিদেবের। তার পাশে গিয়ে হাত ধরে দাঁড়িয়ে লজ্জা লজ্জা মুখে ক্যামেরার দিকে তাকাচ্ছে সে। আবার কখনো দুই ম্যানিকুইনের মাঝে দাঁড়িয়ে মায়ের উদ্দেশে হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু বলতে দেখা যাচ্ছে আদিদেবকে। ছেলের দুষ্টুমি নেটপাড়ার সদস্যদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সুদীপা। সঙ্গে লিখেছেন, ‘আদির নতুন পাওয়া ভালবাসা’।
https://www.instagram.com/reel/Chndb1dBWhK/?igshid=YmMyMTA2M2Y=
মাত্র তিন বছর বয়সেই অনেক কিছু শিখে ফেলেছে আদিদেব। প্রথমবার মায়ের কুকিং শো রান্নাঘরেও এসেছে আদিদেব। মাকে ‘ম্যাজিক পমফ্রেট’ রাঁধতে সাহায্য করেছে সে। পাশাপাশি ছেলেকে বাজার করাতেও শেখাচ্ছেন সুদীপা।
বাড়ির কাজ সহ বাইরের টুকটাক কাজেও আদিদেবকে ছোট থেকেই যুক্ত রাখার চেষ্টা করছেন তিনি। এই বয়স থেকেই নিজে দেখেশুনে বাজার করতে শিখলে আত্মবিশ্বাস বাড়বে বলেই মত সুদীপার।