সাধের ছাদ বাগানে হনুমানের দাপাদাপি, রাম-রাবণের যুদ্ধ লাগার ভয়ে কাঁটা হয়ে রয়েছেন সুদীপা

বাংলাহান্ট ডেস্ক: বিশ্বকাপ জ্বরে কাঁপছে শহর কলকাতা। ব্রাজিল-আর্জেন্টিনার মাঠের লড়াইয়ের আঁচ লেগেছে সমর্থকদের মধ‍্যেও। কিন্তু সুদীপা চট্টোপাধ‍্যায় (Sudipa Chatterjee) ভয়ে রয়েছেন অন‍্য এক যুদ্ধের জন‍্য। রাম রাবণের যুদ্ধ। বেশ কিছুদিন ধরে তাঁদের বাড়িতে এই যুদ্ধ লাগার পরিস্থিতি হয়ে রয়েছে। আর সেই আশঙ্কাতেই ভয়ে কাঁটা হয়ে রয়েছেন সুদীপা।

ব‍্যাপারখানা কী? আসলে সুদীপা জানান, বেশ কিছুদিন ধরেই তাঁদের বাড়িতে আসছে পাঁচ সদস‍্যের এক হনুমান পরিবার। সুদীপার ছাদ বাগানে রীতিমতো তাণ্ডব করে যায় তারা। এদিকে ওই হনুমান পরিবারকে মোটেই পছন্দ নয় সুদীপার চারপেয়ে পোষ‍্যদের। ফলে দুদলে যেকোনো সময়ে খণ্ডযুদ্ধ লেগে যেতে পারে বলে জানান সুদীপা।

Sudipa rannaghar
হনুমান পরিবারের সঙ্গে ছোট্ট আদিদেবের কিছু ছবি শেয়ার করেছেন তিনি। সঙ্গে গোটা ঘটনা জানিয়ে লিখেছেন, ‘আজকাল প্রায়ই এই হনুমানের দলটি,প্রথমে ধপ্ করে এসে, ছাদে (আমার সাধের বাগানে) এসে পড়ে- কিছুক্ষন দাপাদাপি করে,ভান্টু-বাঁটুলকে-গলুকে (আমাদের আদরের তিনটি কুকুরের দাঁত খিঁচিয়ে), ঠিক এই জানলায়- যেখানে ফ্রিজ আছে, সেখানে এসে হইহই করে। হনুমানের এত ভালো পর্যবেক্ষন ক্ষমতা যে সে ঠিক ধরে ফেলেছে- ফ্রিজেই খাবার থাকে।’

নতুন অতিথিদের পরিচয় দিয়ে তিনি আরো লিখেছেন, ‘এরা একটা গোটা পরিবার। মা, বাবা, ছোট ছেলে-মেয়ে। মোট ৫জন। আজ আদির হাত থেকেও খেলো। আমি আদর করলাম। হাতে হাত বুলিয়ে দিলুম। বেশ ভালো। আমাদের বরাহনগরের বাড়ীতে- প্রায়ই দক্ষিনেশ্বর থেকে হনুমানের দল আসতো। এত বছর পর,এক চিলতে ছেলেবলা ফেরত পেয়ে- বেশ লাগছে।’

এরপরেই চিন্তার কথা জানিয়েছেন সুদীপা, ‘আমার ছাঁদের বাগানের ওপর ওদের নজর- মোটেই পছন্দ হয়নি ভান্টু বাবাজীবনের। খুব শিগগিরি,একটা রাম-রাবণের যুদ্ধ লাগলো বলে। সেই ভয়েই কাবু হয়ে আছি। ভান্টুকে একখানা চড় তো দেবেই কষিয়ে। তখন কি করবো?’

sudipa
ছবি- সুদীপা চট্টোপাধ‍্যায় ফেসবুক

প্রসঙ্গত, মাঝে একাধিক বার বিতর্কের জেরে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন সুদীপা। এমনকি মাঝে খবর ছড়িয়েছিল যে রান্নাঘর এর সঞ্চালিকার চাকরি খোয়াতে চলেছেন তিনি। কিন্তু নিন্দুকদের মুখে ছাই দিয়ে দিব‍্যি সঞ্চালনা চালিয়ে যাচ্ছেন সুদীপা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর