‘আমি কি দারোয়ান?’ সুইগি-বিতর্কে ‘আমম উমম করা’ সুদীপাকে ট্রোল নেটনাগরিকের

বাংলাহান্ট ডেস্ক: আবারো ট্রোলড সেলিব্রিটি। নেপথ‍্যে সেই অনলাইন খাবার ডেলিভারি সংস্থা (Online Food Delivery Brand)। এই প্রসঙ্গে টুইট করে অতীতে ট্রোলড হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়। এবার নেটনাগরিকদের নিশানায় সুদীপা চট্টোপাধ‍্যায় (Sudipa Chatterjee)। একটি অনলাইন খাবার ডেলিভারি সংস্থাকে কটাক্ষ করে লেখা পোস্ট শেয়ার করে ব‍্যাপক সমালোচনার মুখে পড়েছেন রান্নাঘরের রানী।

এমনিতে ট্রোলারদের বড়ই প্রিয় মানুষ সুদীপা। তাঁর কথা বলার ধরণ থেকে শুরু করে একাধিক ব‍্যবসা, সোশ‍্যাল মিডিয়া পোস্ট সবকিছু নিয়েই হাসাহাসি হয় নেটমাধ‍্যমে। কোনো একটি পোস্টে আপত্তিজনক কিছু পেলেই তা নিয়ে শুরু হয় ট্রোল‌। এবারেও ঘটেছে তেমনটাই।

Sudipa 2 1

একটি পোস্ট শেয়ার করেছেন সুদীপা। সেখানে লেখা, ‘আমি শুধু জানতে চাই- সুইগির একজন ডেলিভারি বয়-ও ফোন না করে কেন গন্তব্যে পৌঁছতে পারে না? আর ফোন করে কেন বলেন- “আমি আসছি, আপনি গেটটা খুলুন?” আমি কি দারোয়ান, যে গেট খুলবো?’

সেই পোস্টটি শেয়ার করেছেন প্রতীক মুখার্জি নামে জনৈক নেটনাগরিক। সঙ্গে নিজের কমেন্টের স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি। নেটনাগরিক লিখেছেন, ‘আমি খালি ভাবি যারাই একটু নেম ফেমের সঙ্গে যুক্ত তারাই এত চাইল্ডিশ কেন? একটু ম্যাচিওর নয় কেন? সুইগির ডেলিভারি পার্সনরা স্যালারি বা কমিশন পায় আপনার ডোরস্টেপে খাবার পৌঁছে দেবার জন‍্য। বেশি কে বেশি ডোরবেল রিং করতে পারেন তাঁরা।

দরজা খুলে, ছিটকিনি খুলে আপনার বেডরুমে গিয়ে আপনার মুখে থাবড়া মেরে “এ নে গেল” তারা বলতে পারেন না। সেই জন্য টাকাও পান না। আর ফোনটা করে যাতে আপনি রেডি থাকতে পারেন নেবার জন্য। কারণ তাঁদের হাতে সময় খুব কম থাকে। যতগুলো ডেলিভারি, তত পয়সা বুঝলেন তো? এবার ওরা আপনার মতো টেলিভিশনে “উমম কী ভালো খেতে, উমম কী ভালো গন্ধ, উমম কী নরম তুলতুলে” এসব যাত্রাপালা করার জন্য টাকা পায় না। আশা করি বোঝাতে পারলাম।’

Sudipa
এই মন্তব‍্য করার পরেই নাকি ওই নেটনাগরিককে ব্লক করে দিয়েছেন সুদীপা, দাবি তাঁর। সেই সঙ্গে সুদীপার পোস্টটিও আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁর সোশ‍্যাল মিডিয়া অ্যাকাউন্টে। তবে স্ক্রিনশট দুটি শেয়ার করে আরো একবার কটাক্ষ করেছেন প্রতীক।

লিখেছেন, ‘ব্যাপারটা হলো, ‘আমমম উমমম’ করা সুদীপা ম্যামের এবং আমার মধ্যেকার সম্পর্কটা সেই লকডাউন থেকেই ভালো যাচ্ছে না। এই নিয়ে আমাকে তৃতীয়বার ব্লক করলেন। দুঃখের ব্যাপার হল- এই কমেন্টটিতে প্রচুর রিয়্যাকশন পড়ে যেতেই আমি আজ ব্রাত্য পার্থ ওঁর প্রোফাইলে। আমার ফ্রেন্ডলিস্টে কেউ ওঁর চেনা থাকলে বলবেন- প্রতীকের মাত্র ৩০ বছর বয়স। একটু ভদ্রতা, সহবত জ্ঞান, সহিষ্ণুতা, ২৫ গ্রাম পরিণত বোধ দিয়ে একটা ভালো তরকারি রান্না করে পাঠাতে চেয়েছিলেন। ব্যস এইটুকুই।’

Niranjana Nag

সম্পর্কিত খবর