বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়া খুললেই এখন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) সংক্রান্ত কোনো না কোনো পোস্ট চোখে পড়বেই। তাঁর বেশিরভাগ পোস্টেই প্রশংসার থেকে বেশি ট্রোল হয়। একটা কথা বলার বা একটা ছবি শেয়ার করার অপেক্ষা মাত্র, ট্রোল করার জন্য ঝাঁপিয়ে পড়েন নিন্দুকরা। কিছুদিন আগে শাড়ি, গয়না দেখিয়ে একপ্রস্থ সমালোচিত হয়েছিলেন সুদীপা। আর এবারে রেস্তোরাঁয় খেতে গিয়ে ছবি শেয়ার করে ট্রোলড হলেন তিনি।
প্রতিবার ধুমধাম করে দূর্গাপুজো হয় সুদীপার বাড়িতে। পুজোর কাজ সামলানো কম ঝক্কি নয়। পুজোর পর শরীর একটু অসু্স্থ সুদীপার। তাই স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায় স্ত্রীর মন ভাল করতে নিয়ে গিয়েছিলেন রেস্তোরাঁয়। সেখানে ভাল ভাল খাবার দাবারের স্বাদ পেতে একটু চাঙ্গা সুদীপা।
সোশ্যাল মিডিয়ায় এদিনের কিছু ছবি শেয়ার করেছিলেন তিনি। মজা করে ক্যাপশনে লিখেছিলেন, ‘অসু্স্থ হওয়ার সুবিধা’। সঙ্গে খাবারের এবং নিজেদের কিছু ছবি। সেই পোস্টের কমেন্ট বক্সেই উপচে পড়ল হাসিঠাট্টার ঢল। কারোর প্রশ্ন, ‘দরজা কে খুলে দিল রেস্তোরাঁ র?’ পালটা সুদীপার উত্তর, দরোয়ান।
কেউ কেউ আবার কটাক্ষ করেছেন, “জীবনে এইটুকু বড়লোক হতে চাই… যাতে মদের গ্লাসে ফ্রায়েড রাইস খেতে পাই’। তাদের উদ্দেশে সুদীপার উত্তর, ওটা ফ্রায়েড রাইস নয়। প্রন এবং অ্যাভোকাডো স্যালাড। অনেকটা প্রন ককটেলের মতো। ট্রোল বন্ধ হয়নি তবুও।
শেষমেষ অভিমান করে সুদীপা লিখেছেন, “এক লোকে এত কিছু লিখলেন- কেউ কিন্তু একবারও জিজ্ঞেস করলেন না,”সুদীপা কি হয়েছে তোমার? অসু্স্থ কেন?” এর থেকে বোঝা গ্যালো- আমি মরে গেলেও, আপনারা আমার চিতায় ফুলের মালা গুনবেন। তাতে খুঁত ধরবেন। বানান ভুল ধরবেন। আমাকে দেখবেন না,তাই তো? কি নিষ্ঠুর!”
সংবাদ মাধ্যমের কাছেও মনের কষ্ট উজাড় করে দিয়েছেন সুদীপা। তিনি বলেন, এসব দেখে তাঁর রাগ হয় না, বরং মন খারাপ লাগে। যিশু খ্রিস্ট যেমন বলে গিয়েছিলেন, ওরা জানে না ওরা কী করছে, তেমনি সুদীপারও মন্তব্য, ‘ভগবান এরা জানে না এরা কী করছে। এদের ক্ষমা কোরো’।