বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন কার যে রাতারাতি ভাগ্য খুলে যায়, আর কে আকাশ থেকে সোজা মাটিতে এসে পড়ে তা আগে থেকে কারোর পক্ষেই বলা সম্ভব নয়। উদাহরণ স্বরূপ ধরা যাক সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়ের (Sudipa Chatterjee) কথা। ট্রোলের জন্য নেটনাগরিকদের প্রিয় মানুষ সুদীপা। নিজের বেফাঁস মন্তব্যের জন্যই বারবার নিন্দার মুখে পড়েন তিনি।
কিছুদিন আগেই অনলাইন ফুড ডেলিভারি বয়দের অসম্মান করার অভিযোগে সুদীপাকে রীতিমতো রীতিমতো তুলোধনা করেছেন নেটিজেনরা। তাঁকে ‘অহংকারী’, ‘অভদ্র’ বলেও কটাক্ষ করেছিলেন শ্রীলেখা এবং অরিত্র দত্ত বণিকরা। পালটা তাঁদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন সুদীপা।
তাঁর হাবভাব দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা জি বাংলার ‘রান্নাঘর’ শো বয়কটের ডাক দিয়েছিল। অনেকেই দাবি করেছিলেন, সঞ্চালকের জায়গা থেকে সুদীপাকে সরাতে হবে। নয়তো রান্নাঘর বয়কট করবেন তারা। চ্যানেলের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলে যা নয় তাই বলে অপমানও করা হয়েছিল সুদীপাকে।
এরপরেই খবর ছড়ায়, নেটিজেনদের বয়কটের ডাকের মুখে চ্যানেল কর্তৃপক্ষ বাধ্য হচ্ছে সুদীপাকে সঞ্চালকের পদ থেকে সরাতে। গুঞ্জন শোনা যাচ্ছে, রান্নাঘরের সঞ্চালকের কাজ এবার হারাতে পারেষ তিনি। তাঁর বদলে আসতে পারেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। উল্লেখ্য, এর আগেও অপরাজিতাকে রান্নাঘরে সঞ্চালিকা হিসাবে আগেও দেখা গিয়েছে। তাঁর অভিনয়ের পাশাপাশি সঞ্চালনার ভক্তও অনেকে। তবে কি সত্যিই বদল হতে চলেছে সঞ্চালক?
এ বিষয়ে সুদীপার কাছে প্রশ্ন রাখা হলে বেশ বিরক্তই হন তিনি। তিনি স্পষ্ট জানান, এমন কোনো খবর তাঁর কাছে নেই। কিছু মানুষ নিজে প্রচারে আসতে এসব খবর রটাচ্ছে। তাঁর কাজের মধ্যে দিয়েই সব জবাব পেয়ে যাবেন মানুষ। সেই সঙ্গে সুদীপা আরো বলেন, দূর্গাপুজোর চতুর্থী পর্যন্ত শুটিং সেরে রেখেছেন তিনি। তারপর থেকে নিজের বাড়ির পুজোয় মন দেবেন তিনি।