মা ডাক নয়, সুদীপাকে কী বলে সম্বোধন করেন সৎ ছেলে আকাশ?

বাংলাহান্ট ডেস্ক: সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) নামটা এখন সর্বজনবিদিত। ‘রান্নাঘর’ শোয়ের দৌলতে মূলত জনপ্রিয়তা বাড়লেও তিনি কিন্তু চিত্রনাট্যকারও বটে। উপরন্তু এখন নিজের একাধিক ব্যবসা খুলেছেন সুদীপা। রেস্তোরাঁ তো ছিলই, বেশ অনেকদিন হল নিজস্ব বুটিকও খুলেছেন তিনি। তবে এসব ছাড়াও তাঁর একটি অন্য পরিচয় রয়েছে। তিনি পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের স্ত্রী এবং দুই পুত্রের মা।

সুদীপার নিজের সন্তান ছোট্ট আদিদেবকে তো সকলেই চেনেন। কিন্তু তাঁর আরো এক ছেলে রয়েছে, আকাশ চট্টোপাধ্যায়। আসলে অগ্নিদেবের প্রথম পক্ষের সন্তান আকাশ। বিয়ের পর তাকে নিজের ছেলের মতোই আপন করে নেন সুদীপা। তবে দুজনের মধ্যে যে মা ছেলের বদলে বন্ধুত্বের সম্পর্কই বেশি সেটা বোঝা গেল সুদীপার সাম্প্রতিক পোস্টে।

sudipa chatterjee

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন সুদীপা। নিজের ছেলে আদিদেবের পাশাপাশি মাঝে মাঝে আকাশের ছবিও শেয়ার করেন তিনি। সম্প্রতি ছিল তাঁর জন্মদিন। সেই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে মনের কথা উজাড় করে দিলেন সুদীপা। ফাঁস করলেন দুজনের ব্যক্তিগত সম্পর্কের রসায়নটাও।

দুটি ছবি শেয়ার করেছেন সুদীপা। একটি পুরনো ছবিতে আকাশের পাশে দাঁড়িয়ে তিনি। অন্য ছবিটি সুদীপার বিয়ের পর। সেখানে তাঁদের সঙ্গে রয়েছেন অগ্নিদেবও। পোস্টে সুদীপা লিখেছেন, ‘যখন আমার এই তরুণের সঙ্গে দেখা হয়, তখন ও স্কুলে পড়ছে। যেহেতু ভাগ্য আমাদের একসঙ্গে এনেছে, আমরা সবথেকে বড় বন্ধু হয়ে উঠেছি, কখনো সবথেকে বড় সমালোচক, তবে বেশিরভাগ সময়ে আমরা একে অপরের সবথেকে বড় সমর্থক হয়ে উঠি’।

sudipa

তিনি আরো লেখেন, ‘তুমি পড়ে গেলে আমি তোমার পাশে দাঁড়াব। যদি আমি পড়ে যাই, আমি জানি তুমি থাকবে তোমার ভালবাসা আর সমর্থন দিয়ে। আমি আমাদের সম্পর্কটার কোনো নাম দিতে চাই না। আমি কোনোদিন তোমার মা হতে পারব না। আমি শুধু তোমার ‘এই যো’ হতে পারব। শুভ জন্মদিন হ্যান্ডসাম, তুমি নতুন পয়সার মতো চকচক করে, গাছের মতো বেড়ে ওঠো আর এভাবেই হাসতে থাকো। শুভ জন্মদিন’।

প্রসঙ্গত, পরিচালক অগ্নিদেবের প্রেমে পড়ে তাঁর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুদীপা। সৎ ছেলে আকাশের সঙ্গে তাঁর খুব বেশি বয়সের পার্থক্য নেই। সুদীপার পোস্ট থেকেই স্পষ্ট দুজনের মধ্যে একেবারেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সৎ ভাই আদিদেবের সঙ্গেও বেশ ভাল সম্পর্ক আকাশের।

Niranjana Nag

সম্পর্কিত খবর