সবাই ঐন্দ্রিলা শর্মা হতে পারে না, ‘সোনা বোন’ এর জন‍্য খোলা চিঠি লিখলেন সুদীপা চট্টোপাধ‍্যায়

বাংলাহান্ট ডেস্ক: ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma), বিনোদন জগৎ নিয়ে যারা তেমন খোঁজ খবর রাখেন না, তারাও এতদিনে চিনে গিয়েছেন মানুষটাকে। জেনে গিয়েছেন তাঁর জীবনের স্ট্রাগল, অদম‍্য জেদ এবং প্রাণশক্তির কথা। বারংবার তাঁকে খাদের মুখে নিয়ে গিয়ে দাঁড় করায় জীবন। আর প্রতিবাদ জয়ের হাসি নিয়ে ফিরে আসেন ঐন্দ্রিলা। এবার ফের তিনি কঠিন পরিস্থিতিতে। আবারো জিৎ হবে তাঁরই, দৃঢ় বিশ্বাস সবার।

তারকা থেকে আমজনতা, সকলেই একমনে প্রার্থনা করে চলেছেন, ঐন্দ্রিলা চোখ মেলুক। নিজের পরিবার, সব‍্যসাচী, অগুন্তি শুভানুধ‍্যায়ীদের মুখ চেয়ে ফিরে আসুন তিনি। সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ‍্যায় (Sudipa Chatterjee) একটি খোলা চিঠি লিখেছেন ঐন্দ্রিলার উদ্দেশে। ‘রান্নাঘর’ এর মাধ‍্যমেই সামনাসামনি আলাপ ঐন্দ্রিলা সুদীপার। দ্বিতীয় বার ক‍্যানসার জয় করার পর মাকে নিয়ে রান্নাঘরে এসেছিলেন তিনি। সেই স্মৃতি রোমন্থন করে একটি খোলা চিঠি লিখেছেন সুদীপা।

Sudipa boycott
ঐন্দ্রিলা, তাঁর মায়ের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আদরের ঐন্দ্রিলা, কোনোদিন চিঠি লিখতে হবে ভাবিনি। একটা কথা তোমাকে কখনো বলা হয়নি- তোমাকে বড্ড ভালোবাসি। কখন যে তুমি মনের এতটা জুড়ে হয়ে গেলে- জানতেই পারিনি.. কিন্তু, আজ একটা কথা না জানালে- খুব ভুল হবে। তুমি নিজে জানো- ঈশ্বর কেন বারবার তোমাকেই এত কঠিন পরীক্ষার মুখোমুখি রেখেও, জিতিয়ে দিচ্ছেন? কারন,তুমি সবার সামনে একটা দৃষ্টান্ত তৈরী করতে পারবে। হ্যাঁ,তুমিই পারবে। সবাই পারেনা।’

এরপর তিনি লিখেছেন, ‘সবাই ঐন্দ্রিলা শর্মা হতে পারেনা। তোমাকে পারতেই হবে। নইলে,এতগুলো মন- যাঁরা সারাদিন তোমার ফিরে আসার জন্য সারাদিন প্রার্থনা করছেন, কিংবা ওই হাসপাতালের সবাই- যাঁরা তোমাকে ফিরিয়ে আনার জন্য,নিরলস পরিশ্রম করছেন- তাঁদের সবার এত পরিশ্রম,সব ব্যার্থ হয়ে যাবে। সারা কলকাতা প্রার্থনা করছে তোমার জন্য, ঐন্দ্রিলা….

সব্যসাচীর মতো একজন বন্ধু- তোমার জন্য অপেক্ষা করছেন। বৌদি(তোমার মা) তোমার বকুনি শুনবেন বলে, অপেক্ষা করছেন। তোমার পরিবার, তোমার অনুরাগীরা, তোমার বন্ধুরা- সবাই অপেক্ষা করছে তোমার জন্য… শুটিং ফ্লোর তোমার মিষ্টি হাসি- ক্যামেরাবন্দি করবে বলে,অপেক্ষা করছে। এত অপেক্ষা কখোনো মিথ্যে হতে পারেনা। তুমি আসবে। অনেক আদর রইলো, আমার সোনা বোনটার জন্য, ইতি- সুদীপাদি।’

https://www.instagram.com/p/CiPPRfVvUWF/?igshid=YmMyMTA2M2Y=

ঐন্দ্রিলার জন‍্য বার্তা পাঠিয়েছেন আদৃত রায়, গৌরব রায় চৌধুরী, পরিচালক রাজ চক্রবর্তীরা। ঐন্দ্রিলা এবং সব‍্যসাচীর ছবি শেয়ার করে রাজ লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, যোদ্ধা। ঐন্দ্রিলা তুমি সবার জন‍্য অনুপ্রেরণা, শক্ত থাকো। লড়াই করো আর তাড়াতাড়ি ফিরে আসো।’


Niranjana Nag

সম্পর্কিত খবর