ঘরে হয় দুর্গাপুজো! এদিকে ‘বিফে’ মজে সুদীপা, তার জেরেই কী জি বাংলা থেকে বাদ? প্রকাশ্যে বড় খবর

বাংলাহান্ট ডেস্ক : সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) কিছুদিন আগে ইউটিউবে শুরু করেছেন নিজস্ব কুকিং শো। নতুন এই অনুষ্ঠানের নাম সুদীপার সংসার। এই অনুষ্ঠানে তিনি দুই বাংলার বিভিন্ন রান্নার পদ তুলে ধরেন দর্শকদের কাছে। ঈদের আগে সেই কারণে সুদীপা পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশেও।

তখন সুদীপাকে দেখা গেছে ওপার বাংলার একটি টেলিভিশন চ্যানেলের রান্নার অনুষ্ঠানে অংশ নিতে। সেই অনুষ্ঠানেই রান্না করা হয় গোরুর মাংসের কোফতা। সেই অনুষ্ঠানের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। আর তারপর থেকেই চলছে নানারকম চর্চা। এই অনুষ্ঠানটি অবশ্য নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেননি সুদীপা।

আরোও পড়ুন : ১৭ হাজারেরও বেশি শূন্যপদ, কর্মী নিয়োগ করবে SSC! শুরু হল এই পরীক্ষার রেজিস্ট্রেশন

এই অনুষ্ঠানে বাংলাদেশী সঞ্চালিকা সুদীপাকে বলেন,  ‘তুমি যখন গেস্ট, আমি হোস্ট হিসেবে তোমায় রান্না করে খাওয়াব, তোমার উপলেক্ষে দর্শকদের রান্না করে দেখাব গোরুর মাংসের কোফতা।’ এই এপিসোডটি বাংলাদেশের টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়েছে। তবে সুদীপার এই কাজে অনেকেই রুষ্ট। হিন্দু হয়ে গরুর মাংসের পদ প্রচারের বিরোধিতা করেছেন অনেকেই।

আরোও পড়ুন : কলকাতার একটি ছোট্ট ঘরে শুধু পথ চলা! দুই বাঙালি ভাইয়ের বুদ্ধিতেই বিশ্বসেরা হয়েছিল ব্রিটানিয়া

সোশ্যাল মিডিয়ায় একজন কমেন্টে লিখেছেন, ‘ওঁর বাড়িতে আবার নাকি মা দুর্গার পুজো হয়। ছিঃ।’ অন্য এক ব্যবহারকারী আবার লিখেছেন, ‘এই মহিলা এখন গোরুর মাংস প্রোমোট করছে। আর কত নামবে নীচে।’ অপর এক ব্যবহারকারীর মতে, ‘এই মহিলাকে এর আগে তুলসী পাতা দিয়ে খাসির মাংস রান্না করতেও দেখেছিলাম।’

শুভম নামের একটি এক্স হ্যান্ডেল লেখা হয়,  ‘বাঙালি উপস্থাপক সুদীপা চট্টোপাধ্যায় একটি বাংলাদেশ ভিত্তিক চ্যানেলের সঙ্গে সহযোগিতায় বিফ (গোরুর মাংসের) প্রচার করছেন। সুদীপা তৃণমূল মন্ত্রী বাবুল সুপ্রিয়র ঘনিষ্ঠ বন্ধু এবং পরিচিত টিএমসি সমর্থক। নীচে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ছবি সংযুক্ত করা হচ্ছে।’

প্রসঙ্গত, একটানা ৯ বছর জি বাংলার (Zee Bangla) বিখ্যাত ‘রান্নাঘর’ নামক কুকিং শো-এর হোস্ট ছিলেন সুদীপা। কিছু মাস আগে জি বাংলা এই অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ করে দেয়। তার কিছুদিন পর ফের একটি কুকিং শো চালু করে জি বাংলা। তবে এই অনুষ্ঠানে আর ডাক পাননি সুদীপা। নতুন এই অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয় গৌরব ও ঋদ্ধিমাকে।

Sudipa Chatterjee 1719373071212 1719373077487

তারপর সুদীপা নিজেই একটি ইউটিউব চ্যানেল খোলেন। এই অনুষ্ঠানের কাজের জন্য সুদীপা কিছুদিন আগে বাংলাদেশ গিয়ে সেখানকার একটি কুকিং শোয়ে অংশ নেন। সেখানে সুদীপা নিজে তৈরি করেছিলেন কলকাতা স্টাইল গন্ধরাজ শামি কাবাব। যদিও এই অনুষ্ঠানে সুদীপাকে গোরুর মাংসের কোফতা খেতে দেখা যায়নি।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর