ফের জুড়ল রাজনীতি-বিনোদন, প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী সুদীপ্তা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলা টিভি সিরিয়ালের (serial) অন‍্যতম জনপ্রিয় মুখ সুদীপ্তা ব‍্যানার্জী (sudipta banerjee)। সিরিয়ালপ্রেমী মানুষ অবশ‍্য তাঁকে চেনে অসম্ভব ক্রুর খলনায়িকা হিসাবেই। কিন্তু এই খলনায়িকার চরিত্রের পেছনেই যে অত‍্যন্ত হাসিখুশি, সহজ সরল একটা মানুষ রয়েছে তা অনেকেই জানে না। অতি সম্প্রতি ব‍্যক্তিগত জীবনের একটি খবরও প্রকাশ করেছেন সুদীপ্তা।

দীর্ঘদিন সিঙ্গেল থাকার পর অবশেষে অভিনেত্রীর জীবনে বেজেছে প্রেমের ঘন্টা। নিজের মনের মানুষকে খুঁজে পেয়েই গিয়েছেন সুদীপ্তা। তবে তিনি অভিনয় জগতের নন। বরং সোজা উলটো দিকে ঘুরে রাজনৈতিক মহল থেকে মনের মানুষ বেছে নিয়েছেন সুদীপ্তা। তিনি হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক স্মিতা বক্সীর ছেলে সৌম‍্য বক্সী। অবশ‍্য তাঁর আরো একটি পরিচয় রয়েছে। তৃণমূল যুব কংগ্রেস কমিটির সাধারন সম্পাদক সৌম‍্য।


অন‍্য তারকাদের মতো রেখেঢেকে নয়, বরং রীতিমতো ঘোষনা করে সোশ‍্যাল মিডিয়ার পাতায় ‘ইন আ রিলেশনশিপ’ স্ট‍্যাটাস দিয়ে প্রেমের খবর দিয়েছেন সুদীপ্তা। তবে টলিপাড়ার অভ‍্যন্তরের গুঞ্জন, দুজনের সম্পর্ক নেহাত নতুন নয়। দীর্ঘদিন ধরেই প্রেম করছেন সৌম‍্য সুদীপ্তা। গত কয়েক বছর ধরেই দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে।

অবশ‍্য প্রেমটা যে নতুন নয় তা স্বীকার করেছেন সুদীপ্তা। তাঁর দাবি, গত এক বছর আট মাস ধরে সম্পর্কে রয়েছেন তিনি ও সৌম‍্য। এতদিন বিষয়টা লুকিয়ে রাখলেও এবার তাঁদের মনে হয়েছে প্রকাশ‍্যে আনা উচিত। পাশাপাশি তাঁর বক্তব‍্য, বিনোদন ও রাজনৈতিক জগতের দুজন মানুষ সম্পর্কে জড়ালে সেটা এগিয়ে নিয়ে যাওয়া খুব একটা সহজ কাজ নয়।


অপরদিকে সৌম‍্যর বক্তব‍্য, ভালবেসে করলে সব কাজই সোজা। সে দলের দায়িত্বই হোক বা অভিনেত্রী প্রেমিকার ‘ট‍্যানট্রামস’ সামলানো। এখনো পর্যন্ত সবটাই খুব মসৃণ চলছে বলে জানিয়েছেন তিনি। দুজনের সম্পর্কের কথা পরিবারের সকলেই জানেন এবং মেনেও নিয়েছেন বলে জানান সৌম‍্য।

গত বিধানসভা নির্বাচনেই দেখা গিয়েছে তারকাদের রাজনীতিতে যোগ দেওয়ার হিড়িক। দুই জগতের মানুষদের সম্পর্কে জড়ানোটাও নতুন নয়। এমতাবস্থায় একে অপরের থেকে প্রভাবিত হওয়ায় অস্বাভাবিক নয়। সেক্ষেত্রে ভবিষ‍্যতে কি কাউকে পেশা বদলাতে দেখা যাবে? সৌম‍্য সাফ জানান, এমন কোনো সম্ভাবনাই নেই। দুজনেই নিজেদের পেশায় খুব ভাল আছেন। এখনি বিয়ের কথাও কিছু ভাবছেন বলেও জানিয়েছেন সৌম‍্য।

X