শাসক দলের সঙ্গে জুড়তে চলেছে নাম, আগামী বছরেই বিয়ের পিঁড়িতে বসছেন সুদীপ্তা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ‍্যোপাধ‍্যায় (Sudipta Banerjee)। প্রেমিক সৌম‍্য বক্সীর (Soumya Bakshi) সঙ্গেই সাত পাক ঘুরবেন তিনি। রাজ‍্যের শাসক দলের সদস‍্য সৌম‍্যর সঙ্গে সম্পর্কটা গত বছরেই প্রকাশ‍্যে এনেছিলেন সুদীপ্তা। তারপরেই ব‍্যস্ত হয়ে পড়েছিলেন কেরিয়ার নিয়ে। মঙ্গলবার জন্মদিনের পরেই বিয়ে নিয়ে বড় তথ‍্য জানালেন অভিনেত্রী।

মঙ্গলবার জন্মদিন পালন করেছেন সুদীপ্তা। শহরের বাইরে একটি রিসর্ট সেজে উঠেছিল অভিনেত্রীর বিশেষ দিন উপলক্ষে। সঙ্গে ছিলেন সৌম‍্যও। ধাপে ধাপে সেলিব্রেট করেছেন সুদীপ্তা। কালোর উপরে সাদা পোলকা ডট শর্ট ড্রেসে পার্টির মধ‍্যমণি হয়ে উঠেছিলেন তিনি। নানান রঙের ‘হ‍্যাপি বার্থডে’ লেখা বেলুন, শ‍্যাম্পেন আকারের বেলুনে সাজানো হয়েছিল পার্টি।


কেক কাটার সময়ে আবার অন‍্য লুকে সুদীপ্তা। জিন্সের প‍্যান্ট, কালো শার্ট পরা সৌম‍্যর পাশে বেইজ রঙা শর্ট ড্রেসে নজর কাড়লেন সুদীপ্তা। হবু স্ত্রীকে কেক খাইয়ে দিতেও দেখা গেল সৌম‍্যকে। উচ্ছ্বসিত অভিনেত্রী সংবাদ মাধ‍্যমকে জানান, সারা বছরের ব‍্যস্ততার মাঝে প্রিয় মানুষদের সঙ্গে এই দিনটা ভালোই কাটে।

https://www.instagram.com/reel/Cfntcv9Acyg/?igshid=YmMyMTA2M2Y=

গত বছরের সেপ্টেম্বর মাসে সুদীপ্তা সোশ‍্যাল মিডিয়ায় ঘোষনা করেন, প্রেম করছেন তিনি। প্রেমিক সৌম‍্য তৃণমূল যুব কংগ্রেস কমিটির সাধারন সম্পাদক। তাঁর আরো একটি পরিচয় আছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক স্মিতা বক্সীর ছেলে সৌম‍্য বক্সী।

https://www.instagram.com/p/CfoI18YPHBi/?igshid=YmMyMTA2M2Y=

এতদিন চুটিয়ে প্রেম করার পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন দুজনেই। সুদীপ্তা সংবাদ মাধ‍্যমকে জানান, বিয়েটা গত বছরেই সেরে ফেলার কথা ভেবেছিলেন তাঁরা। কিন্তু বাদ সাধে করোনা। তাই শেষমেষ আগামী বছরেই শুভকাজটা করার কথা ভাবছেন দুজনে। তবে তারিখ এখনো ঠিক করেননি বলেই জানান সুদীপ্তা।

মাঝে কিছুদিন মুম্বইতে ছিলেন সুদীপ্তা। একটি তেলুগু শো তে সুযোগ পেয়েছিলেন সুদীপ্তা। তবে এখন তিনি কলকাতাতেই রয়েছেন। কাজ করছেন ‘সোনা রোদের গান’ সিরিয়ালে।

সম্পর্কিত খবর

X