বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চায় এখন শুধু একটাই নাম, অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলে যাঁর পরিচিতি শোনা যাচ্ছে শুক্রবার থেকে। ইডি তল্লাশি চালিয়ে নগদ ২১ কোটি টাকা সহ আরো কিছু বিদেশি মুদ্রা, গয়না উদ্ধার করেছে অর্পিতার ফ্ল্যাট থেকে।
তাঁর পেশাগত পরিচয় বলছে তিনি মডেল তথা অভিনেত্রী। টলিউডে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। যদিও ওই পেশা তাঁকে জনপ্রিয়তা এনে দিতে পারেনি। পরিচিতি এল অন্য দিক দিয়ে। আর তাই অর্পিতার ‘অভিনেত্রী’ পরিচয় নিয়ে তীব্র আপত্তি আরেক অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর (Sudipta Chakraborty)।
দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর শনিবার গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতাকে।
তারপরেই ফেসবুকে ক্ষোভ, ঘৃণা উগরে দিয়েছেন সুদীপ্তা। লিখেছেন, চোখের সামনে রোজ দেখছি তাজা কিছু ছেলেমেয়ে কে অভিনয় শিখে, অভিনয় চর্চা করে, নিজেকে তৈরি করার অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাজ পাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের সম্মান বজায় রেখে। কাজ করছে ও, যেটুকু যা পাচ্ছে। এরা তাহলে কি? অভিনেতা নয়? অভিনেত্রী নয়? অন্যায় কে প্রশ্রয় দিয়ে, অন্যায় পথে টাকা রোজগার করে, অন্যায় ভাবে দু একটা বিজ্ঞাপন, সিনেমা বা সিরিয়ালে কাজ পেলেই তিনি মডেল? তিনি অভিনেতা? তিনি অভিনেত্রী??’
এসএসসি দুর্নীতি তদন্তে যা যা তথ্য উঠে আসছে তি দেখে ক্ষুব্ধ এবং একই সঙ্গে লজ্জিত সুদীপ্তা। কত শিক্ষিত ছেলেমেয়েরা বেকার হয়ে ঘুরছে একটা চাকরির সন্ধানে, যেখানে সম্মানের টাকা রোজগার করা যায়। অন্যদিকে একজনের এই শহরেই ১০-১৫ টা বাড়ি, ২১ কোটি টাকা নগদ, বিদেশি মুদ্রা!
তীব্র ব্যঙ্গের সুরে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সুদীপ্তা, ‘এঁরা জনগণের স্বার্থে কাজ করেন ? দেশের স্বার্থে রাজনীতি করেন ? আমাদের দেখে কি সত্যিই মনে হয় আমরা রোজ সকালে ব্রেকফাস্টে ঘাস খাই ????’
প্রসঙ্গত, শনিবার সকালে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। তার ঘন্টা দুয়েক পর অর্পিতা। মডেল অভিনেত্রীর ফ্ল্যাটের নিরাপত্তারক্ষী জানিয়েছেন, মাঝে মাঝেই নাকি ওই ফ্ল্যাটে পায়ের ধুলো দিতেন মন্ত্রীমশাই। আয়ের হিসাবের থেকেও এত বেশি টাকা কীকরে পেলেন অর্পিতা সেই খোঁজ চলছে।