বাংলাহান্ট ডেস্ক: বৃহস্পতিবার জনশূন্য স্টুডিওপাড়া। করোনা কালের পর আবার এমন নিস্তব্ধতা দেখলে চমক লাগতেই পারে। তবে আসল ব্যাপারটা হল, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ফেডারেশনের তরফে ছুটি ঘোষনা করা হয়েছে টলি ও টেলিপাড়ায়। বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বক্রোক্তি করতে ছাড়লেন না অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)।
১৫ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসেছিল ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর। সেই উপলক্ষে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে ঘোষনা করে দেওয়া হয়েছে, বৃহস্পতিবার যেন সিনেমা এবং ভিডিও শিল্পের সব শুটিং বন্ধ থাকে। ব্যস, স্টুডিওপাড়ায় ছুটির মেজাজ।
কিন্তু বিষয়টা নিয়ে মোটেই খুশি নন সুদীপ্তা। সোশ্যাল মিডিয়া পোস্টে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। অভিনেত্রী লিখেছেন, ‘আজ কলকাতায় “সিনেমা”র উৎসবের উদ্বোধন। তাই শুটিং বন্ধ। সিনেমা, টিভি, ওয়েব প্ল্যাটফর্ম — সবার শুটিং ই বন্ধ। আমার ও আজ সিনেমার শুটিং ছিলো। গতকাল ক্যানসেল হয়ে গেলো। শুনলাম, ‘মেসেজ’ এসেছে, শুটিং রাখা যাবে না !!!’
তীব্র ব্যঙ্গ করে তিনি আরো লিখেছেন, ‘কি মজা !! হঠাৎ পাওয়া ছুটি এমন উত্তেজনা এনে দেয়, মনে হয় একদিনে অনেক কিছু করে ফেলি। প্রযোজক/ পরিচালক (মানে যাঁরা আসলে “সিনেমা” টা বানাচ্ছেন) চুলোয় যাক, আজকের বুক করা লোকেশন টা আবার কবে ফাঁকা আছে তাঁরা দেখুক,সব শিল্পী ও কলাকুশলীরা আবার কবে ফাঁকা আছে তাই মিলিয়ে আবার একটা শুটিং এর তারিখ ধার্য হোক। এবছর সম্ভব না হলে পরের বছর হবে। কি আছে? “সিনেমা” বানাচ্ছেন বলে কথা !! এইটুকু চাপ নেবেন না ?? আশ্চর্য !!’
সিনেমার স্বার্থে ‘সিনেমা কর্মী’দের স্বার্থত্যাগের ব্যাপারে সুদীপ্তা বলেন, সকলকে নিমন্ত্রণ পাঠিয়ে অনুষ্ঠানে যোগদান করতে বলা হয়েছে। এমনকি মুম্বই থেকেও আসছেন অনেকে। একটি প্রস্তাবও দিয়েছেন সুদীপ্তা। শুধু উদ্বোধনী ছবি নয়, ভালো সিনেমা দেখার জন্য ফিল্ম ফেস্টিভ্যালের ১০ দিন ধরেই যেন সব শুটিং বন্ধ থাকে। তাহলে অভিনেতা অভিনেত্রীরাও চুটিয়ে সিনেমা দেখতে পারবেন।
সেই সঙ্গে তিনি এও বলেছেন, এই ছুটিটা আগাম বছরের শুরুতেই ঘোষণা করে দেওয়াই ভাল। তাহলে প্রযোজকদের ক্ষতি হওয়া থেকে বাঁচানো যায়। কটাক্ষ করে বাংলার “সিনেমার উৎসব” এর পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছেন সুদীপ্তা।