‘বুনোহাঁস’এর পর ফের দেবের সঙ্গে পর্দায় সুদীপ্তা, শুরু নতুন ছবির শুটিং

বাংলাহান্ট ডেস্ক : টলিউড (Tollywood) জগতের জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। বড় পর্দার পাশাপাশি রিয়েলিটি শো-তেও দেখা গেছে এই অভিনেত্রীকে। অভিনয় করেছেন ধারাবাহিকেও। সম্প্রতি এই অভিনেত্রীকে দেখা যাচ্ছিল ‘রান্নাঘরের গপ্পো’ রিয়েলিটি শোতে। তবে শেষ হয়েছে অভিনেত্রীর সেই যাত্রা। এবার আবারও বড়পর্দায় আসছেন সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakroborty)।

২০১৩ সালে ‘বুনোহাঁস’ ছবিতে অভিনেতা দেবের সঙ্গে দেখা গেছিল এই অভিনেত্রীকে। মাঝখানে কেটে গেছে প্রায় ১০ টা বছর। আবারও প্রিয় অভিনেতা দেবের সঙ্গী হয়ে বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। আজ, শুক্রবার থেকেই শুরু হল ছবির শুটিং। খুশির খবর নিজেই জানালেন অভিনেত্রী।

sudipta chakraborty

এদিন সোশ্যাল মিডিয়ায় দেবের ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘ মাঝখানে পেরিয়ে গেছে ১০ টা বছর। ২০১৩ সালে বক্স অফিসে মুক্তি পেয়েছিল ‘বুনোহাঁস’। প্রিয় অভিনেতার সঙ্গে ভাগ করে নিয়েছিলাম স্ক্রিন। ১০ বছর পর আবারও প্রিয় অভিনেতার সঙ্গে ছবি করতে চলেছি। আজ থেকেই শুরু হয়ে গেল শুটিং’।

যদিও অভিনেত্রী কোন চরিত্রে ধরা দেবেন সে বিষয়ে এখনও জানা যায়নি। তবে নতুন ছবির পোস্টের অভিনেত্রী নিজের ওয়ালে পোস্ট করতেই কমেন্ট বক্সে বইল কমেন্টের বন্যা। অভিনেত্রীকে নতুন ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। অভিনেত্রী জানিয়েছেন দেব ১০ বছর আগেও যেমন ছিল এখনও ঠিক তেমনি আছেন। কোনওরকম পরিবর্তন দেখায় যায়নি অভিনেতার মধ্যে।

sudipta chakraborty 2

চলতি বছরের ২০ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাবে দেবের এই ছবি। ঐতিহাসিক চরিত্রে দর্শকদের সামনে ধরা দিতে চলেছেন অভিনেতা দেব। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক অরুণ রায়। এই ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে সৃজা দত্তকে। বড়পর্দায় এই প্রথম অভিনয় করতে চলেছেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সৃজা দত্ত।

additiya

সম্পর্কিত খবর