কাঁথি পুরসভা থেকে উধাও একাধিক ফাইল! জেরার মুখে পড়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সুদীপ্ত সেন

বাংলা হান্ট ডেস্কঃ সারদা (Sarada) মামলায় ক্রমশ তদন্তের জাল গোটানোর পথে রাজ্য পুলিশ। অতীতে একাধিক সময় এ প্রসঙ্গে মুখ খুলতে দেখা গিয়েছে সারদা কর্ণধার সুদীপ্ত সেনকে (Sudipta sen) আর এবার জেলে গিয়ে সেই সুদীপ্ত সেনকেই দীর্ঘক্ষন ধরে জেরা করলো কাঁথি পুলিশের বিশেষ একটি টিম। ফলে স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে যে, এত বছর পর কি শেষ পর্যন্ত এ মামলায় কোন সমাধানের রাস্তা বেরোবে? সূত্রের খবর, কাঁথি পুরসভা থেকে সারদা মামলা সংক্রান্ত বেশ কয়েকটি নথি এবং ফাইল উধাও হয়ে যাওয়ার ঘটনাতে এদিন সারদা কর্ণধারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এদিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে, যা তদন্ত প্রক্রিয়াকে সহায়তা করবে। অভিযোগ, সারদায় একটি বহুতল তৈরি করার জন্য কাঁথি পুরসভায় বহু মানুষকে মোটা টাকা দিয়েছিলেন সারদা কর্ণধার। তবে বর্তমানে এ সম্পর্কিত কোনো ফাইল খুঁজে পাওয়া যায়নি, যার পরে রহস্য ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করে আর এবার সেই রহস্যের গাঁট ছাড়াতে তৎপর হয়ে উঠল পুলিশ। সম্প্রতি, এ প্রসঙ্গে বক্তব্য প্রকাশ করেন সুদীপ্ত সেন। এক্ষেত্রে তার আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন প্রেসিডেন্সি জেলে সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছে যান আইসি অমলেন্দু বিশ্বাস সহ পুলিশের একটি বিশেষ টিম। জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে অমলেন্দু বিশ্বাস বলেন, “সারদা মামলায় সুদীপ্ত সেনকে জেরা করা প্রয়োজন হয়ে পড়েছিল। এদিন জিজ্ঞাসাবাদের পর আমাদের সামনে এমন কিছু তথ্য এসেছে, যা তদন্ত প্রক্রিয়াকে সহায়তা করবে। বর্তমানে যে সকল খবর উঠে আসছে, তার দ্বারা এটা স্পষ্ট যে, কাঁথি পুরসভার অনেকেই সারদা দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে। আমাদের লক্ষ্য, তাদেরকে চিহ্নিত করা। পুরসভা থেকে কিভাবে একাধিক ফাইল এবং নথি চুরি হয়ে গেল, তা আমাদের বের করতে হবে।।সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা খুব দ্রুত তদন্তে অগ্রসর হব।”

Sudipta Sen 1

অতীতেও একাধিক বার সুদীপ্ত সেন জানান যে, সারদায় বিল্ডিং তৈরি করার জন্য অনেককেই তিনি বিশাল অঙ্কের টাকা দিয়েছিলেন। সেই সংক্রান্ত একাধিক নথি এবং ফাইল গায়েব হয়ে গেলেও বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে এসেছে বলেই মনে করা হচ্ছে।


Sayan Das

সম্পর্কিত খবর