এক কিলো বিকোচ্ছে ১৪০ টাকায়! চা’য়ে চিনি দিতে গিয়েই নাভিশ্বাস উঠছে এই এলাকার বাসিন্দাদের

বাংলাহান্ট ডেস্ক : অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে চিনির দাম। আর চিনি (Sugar) নেই মাত্র অতিরিক্ত মূল্যবৃদ্ধির যে রীতিমতো মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। চিনি কিনতে হলে আমজনতাকে দিতে হচ্ছে প্রতি কেজি অনুসারে ১৪০ টাকা। অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশের বাসিন্দাদের কাছে এখন এটাই সত্যি।

এদিকে, খুচরো বাজারে প্যাকেটজাত চিনি পাওয়া যাচ্ছে না বললেই চলে। গত সপ্তাহে চিনির দাম ১২০ থেকে ১২৫ টাকার মধ্যে থাকলেও ক্রেতাকে কেজিপ্রতি গুনতে হয়েছে ১৩৫ থেকে ১৪০ টাকা। কোথাও কোথাও আরও চড়া দামে দোকানিরা চিনি বিক্রি করছেন। সব মিলিয়ে, গৃহস্থালির এই অতি প্রয়োজনীয় পণ্যটি কিনতে নাকানিচোবানি খেতে হচ্ছে সবাইকে।

ব্যবসায়ীদের অভিযোগ, ঈদের পর থেকে কোনও চিনির সরবরাহ নেই। কোম্পানিগুলো অন্য পণ্যের অর্ডার নিলেও পরিস্কার ভাবে চিনির সরবরাহে সংকটের কথা জানিয়ে দিচ্ছে। ঢাকার কারওয়ানের মতো জনবহুল এলাকার বাজারেও চিনির সংকট দেখা দিয়েছে। এদিকে, বাংলাদেশে চিনির ভাঁড়ার ক্রমেই শূণ্য হয়ে যাচ্ছে।

sugar social share

প্রসঙ্গত উল্লেখ্য, ফেব্রুয়ারি থেকেই চিনির মূল্যবৃদ্ধি শুরু হয়েছিল। এদিকে, দেশীয় উৎপাদনের মাধ্যমে বাংলাদেশে (Bangladesh) চিনির চাহিদা মেটানো সম্ভব নয়। ফলে, চিনি আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে ভরসা রাখতে হচ্ছে বিদেশের উপরেই। এদিকে ডলারের দামের কারণে বর্তমানে বাংলাদেশের চিনি আমদানি কমেছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর