শাহরুখ-কন‍্যার বাদশাহি অভিষেক, নেপোটিজমের জয়গান গেয়েই বলিউডে পা রাখার তোড়জোড় শুরু সুহানার!

বাংলাহান্ট ডেস্ক: নতুন বছরে একগুচ্ছ তারকা সন্তানদের বলিউড অভিষেক হওয়ার কথা। আর সেই লিস্টিতেই সবার উপরে রয়েছে সুহানা খান (suhana khan)। বেশ কিছুদিন ধরেই শাহরুখ খান কন‍্যার অভিনয়ে পা রাখার গুঞ্জন শোনা যাচ্ছে। পরিচালক জোয়া আখতারের (zoya akhtar) হাত ধরেই নাকি বলিউডে আসবেন সুহানা।

সম্প্রতি জোয়ার অফিসের বাইরে সুহানাকে দেখার পর থেকেই গুঞ্জনটা আরো বেড়ে গিয়েছে। শুক্রবার রাতে পরিচালকের অফিসের বাইরে দেখা যায় সুহানার গাড়ি। সাদা টপ ও ধূসর রঙা প‍্যান্টে ছিমছাম লুকে ধরা দিয়েছেন তিনি। পাপারাৎজির দিকে ভ্রূক্ষেপ না করেই জোয়ার অফিসে ঢুকে যান সুহানা। কাজের বিষয়ে কথাবার্তা বলতেই তাঁর আগমন নাকি অন‍্য কোনো কারণে তা অবশ‍্য এখনো জানা যায়নি।

suhana srk1622023027627
গত বছরের অগাস্ট মাসেই শোনা গিয়েছিল, বলিউডে পা রাখছেন সুহানা। নব্বইয়ের দশকের জনপ্রিয় কমিকস ‘আর্চি’র এক দেশি সংষ্করণ বানাতে চলেছেন জোয়া। একা সুহানা নন, তাঁর পাশাপাশি শ্রীদেবী কন‍্যা খুশি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতি অগ‍্যস্ত নন্দাও ডেবিউ করতে চলেছেন এই ছবিতেই।

পরিচালকের ঘনিষ্ঠ সূত্রের খবর, আর্চি কমিকসের দুই মহিলা চরিত্রের জন‍্য সুহানা ও খুশি কাস্ট করেছেন জোয়া। সুহানাকে দেখা যাবে বেটির চরিত্রে এবং খুশি হবেন ভেরোনিকা। শোনা যাচ্ছে, কমিকসের মূল চরিত্র আর্চির ভূমিকায় দেখা যেতে পারে অগ‍্যস্তকে। নেটফ্লিক্সে মুক্তি পেতে পারে এই ছবি। তবে পুরো বিষয়টাই এখনো জল্পনার স্তরে রয়েছে। আনুষ্ঠানিক ভাবে এখনো কোনো খবরই মেলেনি পরিচালক বা অভিনেতা অভিনেত্রীদের তরফে।

Niranjana Nag

সম্পর্কিত খবর