টাইট টপে আঁটছে না যৌবন, শাহরুখ কন‍্যার নয়া ভাইরাল ছবিতে প্রশংসার ঢল নেটজনতার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের অন‍্যতম জনপ্রিয় তারকা সন্তান সুহানা খান (suhana khan)। শাহরুখ খানের মেয়ে হওয়ার সুবিধা তো আছেই, নিজেও সোশ‍্যাল মিডিয়ায় দারুন জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন সুহানা। আর পাবেন নাই বা কেন! প্রায়শই অনুরাগীদের জন‍্য নানা ছবি (photo) শেয়ার করতে থাকেন তিনি।

সম্প্রতি ফের একটি ছবি শেয়ার করেছেন সুহানা। আর ছবিটি পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা চোখ ফেরাতে পারছেন না সুহানার রূপ দেখে। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে এই ছবি শেয়ার করেছেন শাহরুখ কন‍্যা।


একটি মিরর সেলফি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সুহানা। সেখানে আলাদা করে নজর কেড়েছে তাঁর দারুন নেল আর্ট। ইতিমধ‍্যেই ২ লক্ষ ছাড়িয়েছে ছবিতে লাইকের স‌ংখ‍্যা। সুহানার ছবিতে প্রশংসার ঢল নেমেছে অনুরাগীদের।
এর আগে সোশ‍্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষ নিয়ে ট্রোলের জবাব দিতে দেখা যায় সুহানাকে।

নিজের একটি ছবি পোস্ট করে একটি লম্বা ক‍্যাপশন লেখেন তিনি। সুহানা লেখেন, ‘এটা শুধু আমার ক্ষেত্রে নয়। এটা সেই সব ছেলে মেয়েদের জন‍্য যারা বড় হওয়ার সময় আত্মবিশ্বাসের অভাবে ভুগেছে। এখানে কিছু কমেন্ট রয়েছে আমার সম্পর্কে। ১২ বছর বয়স থেকে আমাকে কালো বলা হয়েছে।’

https://www.instagram.com/p/CJTcc79Hfp_/?igshid=ynhp8ag030uk

বর্ণবিদ্বেষ নিয়ে সুহানার এই পোস্টে তাঁকে অনেকেই সমর্থন করেন। এই বয়স থেকেই যে তিনি এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সরব হয়েছেন তার জন‍্য অনেকেই প্রশংসা করেন সুহানার।

প্রসঙ্গত, এই মুহূর্তে নিউ ইয়র্ক বিশ্ববিদ‍্যালয়ে পড়াশোনা করছেন সুহানা। কিছুদিন আগেই সেখানে ফিরে গিয়েছেন তিনি। পড়াশোনা শেষ করার পর অভিনয় জগতে পা দিতে পারেন সুহানা। তবে শাহরুখের বক্তব‍্য, বলিউডে প্রবেশ করার আগে আরো তিন চার বছর সুহানাকে অভিনয় শিখতে হবে। এখনি তিনি চান না যে সুহানা বলিউডে পা রাখুক। এমনটাই মন্তব‍্য করেন কিং খান।

X