বছর ঘুরতেই স্বমহিমায়, দাদার চিন্তা ভুলে লাস‍্যময়ী অবতারে শাহরুখ-কন‍্যা সুহানা! ভাইরাল হল ছবি

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে এখনো পা রাখতে পারেননি, এর মধ‍্যেই জনপ্রিয়তার চূড়ায় বসে রয়েছেন সুহানা খান (suhana khan)। সবে সবে নিজের গ্র‍্যাজুয়েশন শেষ করে নিউ ইয়র্ক থেকে ফিরেছেন তিনি। মাঝে দাদা আরিয়ান খানের জন‍্য সোশ‍্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছিলেন বোন সুহানা। তবে এখন তিনি ফের স্বমহিমায়। সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তাঁর সাম্প্রতিক ফটোশুট।

সম্প্রতি কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে শেয়ার করেছেন সুহানা। একটি ডিপ নেক প্রিন্টেড স‍্যাটিন পোশাকে সোফায় আধশোয়া হয়ে লেন্সবন্দি হয়েছেন তিনি। মানানসই মেকআপে লাস‍্যময়ী ভঙ্গিতে ধরা দিয়েছেন সুহানা। সোশ‍্যাল মিডিয়ায় ছবিগুলি শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।

aryan suhana
এতদিন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডি নিয়ে পড়ছিলেন সুহানা। সেখানেই হস্টেলে থাকতেন তিনি। মাঝে মধ‍্যে মুম্বই ফিরে বাবা, মা, ভাইয়ের সঙ্গে সময় কাটিয়ে যেতেন। তবে সম্প্রতি সুহানা একটি ছবি শেয়ার করে নিউ ইয়র্ক ছেড়ে আসার ইঙ্গিত দিয়েছেন। একটি বহুতলের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাদা কালো ছবি শেয়ার করেছেন সুহানা।

ট্রাকের গায়ে লেখা, ‘চিন্তা কোরো না। তুমি যদি নিউ ইয়র্ক ছেড়েও যাও তুমি সবসময় নিউ ইয়র্কারই থাকবে।’ পোস্টের সঙ্গে একটি বাঘা হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছেন সুহানা। কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন  তাঁর বন্ধুবান্ধবরা। একজন লিখেছেন, ‘নিউ ইয়রর্ক এখন থেকেই তোমাকে মিস করছে।’ আরেকজন লিখেছেন, ‘তুমি দারুন সব কাজ করবে’। মন খারাপ ও শুভেচ্ছা বার্তায় ভরা সুহানার পোস্টের কমেন্ট বক্স।

https://www.instagram.com/p/CYYqCEUphOd/?utm_medium=copy_link

শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন সুহানা। পরিচালক জোয়া আখতারের ছবিতে তিনি অভিষেক করতে চলেছেন বলে খবর শোনা যাচ্ছে টিনসেল টাউনে। নব্বইয়ের দশকের জনপ্রিয় কমিকস ‘আর্চি’র এক দেশি সংষ্করণ বানাতে চলেছেন জোয়া। একা সুহানা নন, তাঁর পাশাপাশি শ্রীদেবী কন‍্যা খুশি কাপুর ও সইফ পুত্র ইব্রাহিম আলি খানও ডেবিউ করতে চলেছেন এই ছবিতেই।

suhana srk1622023027627
পরিচালকের ঘনিষ্ঠ সূত্রের খবর, আর্চি কমিকসের দুই মহিলা চরিত্রের জন‍্য সুহানা ও খুশি কাস্ট করেছেন জোয়া। সুহানাকে দেখা যাবে বেটির চরিত্রে এবং খুশি হবেন ভেরোনিকা। শোনা যাচ্ছে, কমিকসের মূল চরিত্র আর্চির ভূমিকায় দেখা যেতে পারে ইব্রাহিমকে। নেটফ্লিক্সে মুক্তি পেতে পারে এই ছবি। তবে পুরো বিষয়টাই এখনো জল্পনার স্তরে রয়েছে। আনুষ্ঠানিক ভাবে এখনো কোনো খবরই মেলেনি পরিচালক বা অভিনেতা অভিনেত্রীদের তরফে।

Niranjana Nag

সম্পর্কিত খবর