দাদা জেল খেটে বাড়ি ফিরতেই বোনের উড়ু উড়ু মন, নিউ ইয়র্কে বান্ধবীদের সঙ্গে ঘুরতে বেরোলেন সুহানা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দাদা বাড়ি ফিরেছে কিছুদিন আগেই। বাবা মা শাহরুখ, গৌরির পাশাপাশি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সুহানা খানও (suhana khan)। এতদিন বাড়ি থেকে দূরে অন‍্য দেশে যেন মন টিকতে চাইছিল না শাহরুখ-কন‍্যার। অসুস্থতার জন‍্য মাও বাড়ি ফিরতে বারণ করেছিলেন। শেষমেষ দাদা জেল থেকে বেরোতেই ফুরফুরে মেজাজ সুহানার।

এই মুহূর্তে নিউ ইয়র্কে পড়াশোনা করছেন সুহানা। তবে পড়াশোনার ফাঁকে চুটিয়ে মজা করার সুযোগও ছাড়েন না তিনি। দিন কয়েক আগে হ‍্যালোউইন পার্টি করতে দেখা গিয়েছিল তাঁকে। এবার সপ্তাহান্তে বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরতেও বেরিয়েছিলেন সুহানা। সোশ‍্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি শেয়ার করেছেন তাঁর বান্ধবী প্রিয়াঙ্কা কেডিয়া।


একটি ছবিতে সাদা সোয়েটারে দেখা মিলেছে সুহানার। প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে লেন্সবন্দি হয়েছেন তিনি। অপর একটি ভিডিওতে ছবির জন‍্য পোজ দিতে দেখা গিয়েছে সুহানাকে। বান্ধবী প্রিয়াঙ্কা তাঁকে নির্দেশ দিচ্ছিলেন কীভাবে পোজ দিতে হবে। আচমকাই হেসে ফেলেন সুহানা। কালো জ‍্যাকেট, খোলা চুলে সেজে এদিন ঘুরতে বেরিয়েছিলেন তিনি।


সোশ‍্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় থাকেন সুহানা। কিন্তু আরিয়ান জেলবন্দি হওয়ার পরেই ছবি পোস্ট করা বন্ধ করে দিয়েছিলেন তিনি। শোনা গিয়েছিল, দুশ্চিন্তা করে করে নাকি অসুস্থও হয়ে পড়েছিলেন সুহানা। নিয়মিত খোঁজ খবর নিতেন মামলা চলাকালীন। আরিয়ান বাড়ি ফিরতেই আনন্দে আত্মহারা সুহানা।


ভিডিও কল করে কথা তো বলেছেনই, চিন্তামুক্ত হয়ে পার্টি করায়ও মন দিয়েছেন শাহরুখের আদুরে কন‍্যা। সেজেগুজে বান্ধবীদের সঙ্গে হ‍্যালোউইন উদযাপনে মেতেছিলেন তিনি। পার্টির ছবি সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে এক বান্ধবীর গলা জড়িয়ে ধরে ক‍্যামেরার সামনে পোজ দিয়েছিলেন সুহানা।

আরিয়ানের জামিনের খবর পেতেই সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করে ভালবাসা জানিয়েছিলেন সুহানা। বাবা শাহরুখের সঙ্গে আরিয়ান ও নিজের ছোটবেলার ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘আই লভ ইউ’।

সম্পর্কিত খবর

X