বালোচিস্তানের গুলিস্তানে পাকিস্তানি আর্মি ক্যাম্প লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণ! মৃত ৪

Published On:

বাংলা হান্ট ডেস্ক: গত রবিবার রাতে পাকিস্তানের (Pakistan) বালোচিস্তান প্রদেশ একটি ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় কেঁপে ওঠে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, তেহরিক-ই-তালেবান-ই-পাকিস্তানের (TTP) জঙ্গিরা আফগান সীমান্তের কাছে গুলিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর একটি ফ্রন্টিয়ার কর্পস ক্যাম্পে দলীয় আক্রমণ চালায়। এক শক্তিশালী বিস্ফোরণের পর তুমুল গুলিবর্ষণে বহু হতাহতের ঘটনা ঘটে।

পাকিস্তানের (Pakistan) আর্মি ক্যাম্প লক্ষ্য করে হামলা:

“আল-খান্দক” অভিযানের দায় স্বীকার করেছে TTP: রিপোর্ট অনুযায়ী, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) এই হামলার দায় স্বীকার করেছে এবং এটিকে তাদের চলমান “আল-খান্দক অভিযানের” অংশ হিসেবেও বর্ণনা করেছে। জানা গিয়েছে যে, ক্যাম্পের প্রবেশপথে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলার মাধ্যমে এই ভয়াবহ আক্রমণ শুরু হয়। এরপর সশস্ত্র জঙ্গিরা অনুপ্রবেশ করে এবং নিরাপত্তা কর্মীদের সাথে কম্পাউন্ডের ভেতরেই তীব্র লড়াই শুরু হয়।

এদিকে, স্থানীয় রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে ক্যাম্প সংলগ্ন একটি বাজারের কাছে গাড়িটে থাকা বিস্ফোরক ডিভাইস (VBIED) বিস্ফোরণে ৪ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। জানা গেছে, সেই সময় বেশিরভাগ দোকান বন্ধ ছিল। যার ফলে বেশি প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছিল। এদিকে, বিস্ফোরণে ক্যাম্পের একটি দেয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: ভারতের একটি চালেই দিশেহারা বাংলাদেশ! “ক্ষতি” থেকে বাঁচতে আলোচনার পথে হাঁটতে রাজি ইউনূস সরকার

পাকিস্তান সেনাবাহিনীর কোনও বিবৃতি সামনে আসেনি: উল্লেখ্য যে, প্রথম বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী যখন আক্রমণের জবাব দেয়, তখন কয়েক ঘন্টা ধরে গোটা শহরজুড়ে গুলিবর্ষণ প্রতিধ্বনিত হয়। এদিকে, এই ভয়াবহ হামলার পরেও সোমবার সকাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনী বা ফ্রন্টিয়ার কর্পসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: এতকিছুর পরেও ভারতে টুর্নামেন্ট খেলতে আসতে চায় পাকিস্তান! ভিসার জন্য জানানো হল কাতর আর্জি

জানিয়ে রাখি যে, গুলিস্তানে পাকিস্তান (Pakistan) সেনাবাহিনীর ওপর হামলাটি সাম্প্রতিক সময়ে টিটিপি-র দ্বিতীয় বড় আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে। মাত্র ২ দিন আগে, ওই জঙ্গি গোষ্ঠীটি খুজদারে একটি সিকিউরিটি চেক পয়েন্টে লক্ষ্য করে আধাসামরিক বাহিনীর ৪ সদস্যকে হত্যা করে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X