বাংলা হান্ট ডেস্কঃ তালিবান শাসিত আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দর থেকে বড় খবর সামনে আসছে। সেখানে এয়ারপোর্টের বাইরে বোমা বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। পেন্টাগনের মুখপাত্র এই কথা জানিয়েছেন। যদিও, এখনও কতজন আহত হয়েছেন সেটা জানা যায়নি। ব্রিটেন, অস্ট্রেলিয়া আর আমেরিকা কাবুল এয়ারপোর্টে হামলার আশঙ্কা জাহির করেছে। পাশাপাশি নিজেদের নাগরিকদের কাবুল এয়ারপোর্ট থেকে দূরে থাকার পরামর্শ জারি করেছে।
We can confirm an explosion outside Kabul airport. Casualties are unclear at this time. We will provide additional details when we can.
— Brig. Gen. Patrick Ryder (@PentagonPresSec) August 26, 2021
মার্কিন আধিকারিকরা জানিয়েছেন যে, কাবুল এয়ারপোর্টের অ্যাবেয় গেটের বাইরে আত্মঘাতী হামলাকারীরা এই হামলা করেছে। শোনা যাচ্ছে যে, হামলাকারী গুলি চালাতে চালাতে এসে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই গেটের বাইরে অস্ট্রেলিয়ার জওয়ানরা মোতায়েন ছিলেন।
NEW: Suicide bomber “complex SBIED attack” with firefight at Abbey Gate outside Kabul airport; Afghan casualties: US official
— Jennifer Griffin (@JenGriffinFNC) August 26, 2021