দু’বছরে রিজেক্ট করেছে ১৫টি মেয়ে! বিয়ে না করতে পেরে অবসাদে আত্মঘাতী যুবক

বাংলা হান্ট ডেস্কঃ কখনও সিনেমার গান তো আবার কখনো মজার গান। যীশুর সেই বিখ্যাত গানটি মনে পড়ে,‘‌বাবা আমার কি বিয়ে হবে না।’‌এই গানটি তিনি গেয়েছিলেন দুঃখে এবং অভিমানে। কারণ একাধিক চেষ্টার পরেও তাঁর বিয়ে হচ্ছিল না। দোষ বলতে সে ছিলো জন্ম হতে প্রতিবন্ধী। গত দু’বছরে বিয়ের জন্য একাধিক চেষ্টা করলেও একজনও রাজি হননি। আর তার জেরেই আত্মঘাতী হলেন প্রতিবন্ধী ব্যক্তিটি।

সূত্রের খবর, বারবার বিয়ে ভেঙে যাওয়ার কারণে কিছুই ভালো লাগছিলোনা তার। মনের মধ্যে বিশ্বাস হয়ে গেছিলো প্রতিবন্ধকতার জন্যই তাঁর বিয়ে হচ্ছে না। শেষে দক্ষিণ দিনাজপুর জেলার কৃষ্ণগর এলাকার বাসিন্দা মনোজ ঘোষ (৩০) এর দেহ পাওয়া যায় বাড়ি থেকে একটু দূরে গাছে তাও আবার ঝুলন্ত অবস্থায়। খবর পেয়ে পতিরাম থানার পুলিশ উদ্ধার করে দেহ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছেন। তদন্ত চলছে বলে খবর।

পরিবার জানিয়েছে, জন্ম থেকে মনোজের ডান হাতে একটু সমস্যা ছিল। তবে তাতে না দমে পড়াশুনা শেষ করে মনোজ এবং পরে তাঁর বাবার সঙ্গে কৃষিকাজে যোগ দেয়। ভাই, মা-বাবার সঙ্গে আনন্দে থাকতো সে কিন্তু গত বছর হঠাৎ ভাই এর আত্মহত্যা এবার মনোজও আত্মহত্যা করল ফলে বাবা-মা ভেঙে পড়েছে বলে খবর। বাবা মণি ঘোষ জানান তাদের ওপর আর নির্ভর করতে চাইছিল না ছেলে তাই বিয়ে করার সিদ্ধান্ত নেয়।

পুলিশ সূত্রে খবর, দুবছর আগে মনোজ বিয়ে করার সিদ্ধান্ত নেয়। ফলে মনোজের জন্য মেয়ে দেখা শুরু করে পরিবার। দু’বছরের মাথায় প্রায় ১৫টি মেয়ের সাথে যোগাযোগ করলেও ছেলে প্রতিবন্ধী হওয়ায় সব বিয়ের সম্বন্ধ ভেঙে যায়৷ অবশেষে আত্মঘাতী হন তিনি। স্বভাবতই দুই ছেলেকে হারিয়ে শোকে কাতর পরিবার থেকে আপনজন সকলে।


Sayan Das

সম্পর্কিত খবর