‘মমতা বন্দোপাধ্যায় পরোক্ষভাবে BJP করেন।’ রাম-বাম মন্তব্যের পাল্টা মুখ্যমন্ত্রীকে আক্রমন সুজনের

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদীঘিতে এক সরকারি অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকেই একাধিক অভিযোগে কেন্দ্র সহ রাজ্যের বিরোধী দলগুলির বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। মাননীয়ার মুখে শোনা যায় রাম-বাম জোট প্রসঙ্গ। আর তাতেই রেগে বোম লাল বাহিনী। মুখ্যমন্ত্রীর মন্তব্যের কিছুক্ষণের তার পরিপ্রেক্ষিতে পাল্টা মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) বেনজির আক্রমন করলেন বাম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)।

ঠিক কী বললেন সুজন চক্রবর্তী? মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করে তিঁনি বলেন, “মুখ্যমন্ত্রী আজ সাগরদীঘিতে মিটিং করেছেন। সরকারি জনসভা করেছেন? সরকার আবার জনসভা করে নাকি? সরকার জনসভা করলে বক্তা কে? মুখ্যমন্ত্রী সঙ্গে মুখ্যসচিব বক্তব্য রেখেছেন? DM বক্তব্য রেখেছেন? সভাধিপতি বক্তব্য রেখেছেন? না। আসলে এটি মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ভাষণ। উনি সরকারী অনুষ্ঠান থেকে রাজনৈতিক ভাষণ দিয়েছেন। সরকারি মিটিং রাজনৈতিক ভাষণ দেওয়ার জায়গা নাকি?”

এরপরেই বিস্ফোরক মন্তব্য করে তিঁনি বলেন “BJP-র সঙ্গে সরকার করেছে তৃণমূল। যতদিন পশ্চিমবঙ্গে বামপন্থীরা ক্ষমতায় ছিল পশ্চিমবঙ্গে BJP সুযোগ পায়নি। মুখ্যমন্ত্রী তাদের ডেকে নিয়ে আসবেন, ধরে নিয়ে আসবেন, RSS-এর শাখা বাড়াবেন, প্রধানমন্ত্রী এবং অমিত শাহের প্রশস্তি গাইবেন, আর বলার সময় বলবেন রাম-বাম! এগুলো RSS-এর কথায় মুখ্যমন্ত্রী চলছেন। RSS চায় কেউ সরাসরি BJP করবেন, কেউ পরোক্ষ ভাবে করবেন। অমিত শাহরা সরাসরি BJP করেন। মমতা বন্দোপাধ্যায় পরোক্ষভাবে BJP করেন।”

তাঁর সংযোজন, “রাজ্যের বহু পাওনা আছে এটা ঠিক কথা। সেটা পেতে হবে। এই দাবিটা আমরা সবাই করছি। আবার কেন্দ্রীয় সরকার বলছে আমরা যে টাকাটা পাঠালাম তার হিসেব কোথায়? হিসেবটাও কিন্তু দিতে হবে। রাজ্যের সরকার হিসেব দেবে না, আর দিল্লি সরকার টাকা পাঠাবে না। এর মধ্যে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। আমাদের দাবি, প্রাপ্য ও ন্যায্য টাকা ১০০ দিনের কাজ সহ মানুষকে দিতে হবে।”

sujan

প্রসঙ্গত, গতকাল সরকারি কর্মসূচী থেকে রাম-বামকে একত্রে কটাক্ষ করে মমতা বন্দোপাধ্যায় বলেন, “১০০ দিনের কাজ করে যাঁরা, তাঁরা গরিব মানুষ। কাজ করেও কেন তাঁরা টাকা পাবে না! BJP-CPIM-কে জবাব দিতে হবে। রাম-বাম-শ্যাম সব এক হয়েছে। আমাকে ভাতে মারতে গিয়ে বাংলার মা বোন, কৃষক-শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে।” এরপরেই মুখ্যমন্ত্রীর এই রাম-বাম মন্তব্যের পাল্টা আক্রমণ করেন সুজন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর