সুদীপ্ত সেনের থেকে ৯ কোটি টাকা নিয়েছিলেন সুজন চক্রবর্তী? মুখ খুললেন বাম নেতা

বাংলা হান্ট ডেস্কঃ মনে পড়ে 2020 সালের ডিসেম্বর মাসের কথা? 2020-এর ডিসেম্বর মাসের এক তারিখে সারদার কর্ণধার সুদীপ্ত সেনের একটি চিঠির কথা হয়তো এখনো ভুলতে পারেনি বাংলার বহু প্রতারিত মানুষ আর এবার সেই চিঠি নিয়ে শুরু হয়ে গেল নতুন বিতর্ক। নেপথ্যে কারণ কি?

গতকাল আদালতে ট্রায়াল দিতে আসে সুদীপ্ত সেন। সেই সময় তার একটি দাবি ঘিরে শুরু হয় শোরগোল। সে জানায়, “আমাকে ব্ল্যাকমেইল করে বহু টাকা ছিনিয়ে নিয়েছে শুভেন্দু অধিকারী।” তবে শুধুমাত্র শুভেন্দু অধিকারীর নামই নয়, বর্তমানে বিতর্কে নাম জড়িয়েছে সিপিএম নেতাদেরও আর সেই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে 2020 সালের ‘চিঠি’ প্রসঙ্গ।

আসলে আজ থেকে প্রায় দেড় বছর পূর্বে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে উল্লেখ করে একটি চিঠি লেখে সুদীপ্ত সেন। যে চিঠিতে সারদার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তির নাম লেখে সে। উল্লেখ্য, সেই চিঠিতে নাম ছিলো সিপিএম নেতা বিমান বসু থেকে শুরু করে সুজন চক্রবর্তীরও। চিঠিতে সুজন চক্রবর্তীকে 9 কোটি টাকা দেওয়ার দাবি করা হয়, যেখানে বিমান বসুকে দেওয়া হয় দু’কোটি টাকা! ঠিক এহেন বিস্ফোরক মন্তব্য করে বসে সুদীপ্ত সেন। একই সঙ্গে সেই চিঠিতে নাম ছিল অধীর চৌধুরী, শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়ের।

তবে এই বিতর্ক মাঝে অবশেষে মুখ খুললেন বামনেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, “সুদীপ্ত সেন যে চিঠি দিয়েছিল, তার কোনো রকম দাম নেই। সেই সময় ভোট ছিল বলেই তার আগে সকল বিরোধী নেতাদের নাম উল্লেখ করা হয়েছিল। এখনো শুভেন্দুর নাম নিচ্ছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে, সেই সময়ে শুভেন্দু অধিকারীর মাথায় হাত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই ও সাহস পেয়েছিল।”

jpg 20220625 185519 0000

তবে বিশেষজ্ঞদের মতে, সুদীপ্ত সেনের এই চিঠিতে বাম নেতাদের নাম তাদের ভাবমূর্তিকে প্রভাবিত করবে। যেখানে বর্তমান শাসকদলের বিরুদ্ধে শিক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত দুর্নীতি মামলায় আন্দোলনে পথে নেমেছে বামেরা, সেখানে তাদের নেতাদের বিরুদ্ধে অভিযোগ মানুষ ভালো চোখে দেখছে না বলেই মত বিশেষজ্ঞদের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর